প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) জোড়া পদক জিতে নজির গড়লেন ভারতের তারকা শ্যুটার মানু ভাকের (Manu Bhaker)। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মানু। এরপর আজ, মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভন্টে শর্বজিত সিংকে নিয়ে ব্রোঞ্জ জিতলেন মানু। স্বাধীনতার পর মানুই দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতলেন। আরও একটি ইভেন্টে (২৫ মিটার এয়ার পিস্তল) নামা বাকি আছে মানু-র। তবে মানুর মত একই ইভেন্টে না পারলেও এর আগে দেশের ৩জন ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিকে একাধিক পদক জিতেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদ-দের
১) সুশীল কুমার (কুস্তি। ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ ও ২০১২ অলিম্পিকে রুপো):
২০০৮ বেজিং অলিম্পিকে ৬৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল কুমার। চার বছর বাদে লন্ডন অলিম্পিকে একই ইভেন্টে নেমে রুপো জেতেন সুশীল। ফাইনালে জাপানের তাতাসিরো ইয়ানমিতসোর কাছে একটুর জন্য হারেন তিনি। স্বাধীনতার পর অলিম্পিকে দেশের প্রথম খেলোয়াড় হিসেবে জোড়া পদক জেতেন সুশীল। ধ্যানচাঁদ খেতলরত্ন পুরস্কারজয়ী সুশীল এখন এক খুনের মামলায় জেল খাটছেন।
২) পিভি সিন্ধু (ব্যাডমিন্টন, ২০১৬ অলিম্পিকে রুপো ও ২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ):
২০১৬ রিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু। টানটান ফাইনালে দারুণ খেললেও শেষ অবধি স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সিন্ধু হারেন ২১-১৯, ১২-২১, ১৫-২১-এ। পাঁচ বছর বাদে করোনার কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে সিন্ধু ব্রোঞ্জ জেতেন। সিন্ধুর সৌজন্য টানা তিনটি অলিম্পিকে ব্যাডমিন্টনে পদক জিতেছিল ভারত। প্রসঙ্গত, ২০১২ লন্ডন অলিম্পিকে দেশের প্রথম শাটলার হিসেবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল। লন্ডন গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। প্যারিস অলিম্পিকে পদক জিতলে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে পদকের হ্যাটট্রিক করবেন সিন্ধু।
৩) মানু ভাকের (শ্যুটিং, ২০২৪ অলিম্পিক, দুটি ব্রোঞ্জ) :
বিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মানু। এরপর আজ, মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভন্টে শর্বজিত সিংকে নিয়ে ব্রোঞ্জ জিতলেন মানু। স্বাধীনতার পর মানুই দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতলেন।
স্বাধীনতার আগে
নর্ম্যান প্রিচার্ড (অ্যাথলেটিক্স)
১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে জোড়া রুপো জিতেছিলেন ভারতীয় পাসপোর্টধারী কলকাতার বাসিন্দা নর্ম্যান প্রিচার্ড। ২০০ মিটার স্প্রিন্ট এবং 200 মিটার হার্ডলেসে রুপো জেতেন তিনি।
দলগত বিভাগে
ভারতীয় পুরুষ হকি দল-
আটটি সোনা সহ ১২টি পদক
(১৯২৮,১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ ও ১৯৮০ অলিম্পিকে সোনা জয়। ১৯৬০ রোম অলিম্পিকে রুপো। ১৯৬৮ মেক্সিকো সিটি, ১৯৭২ মিউনিখ ও ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়)
চলতি অলিম্পিকে পদক পেলে নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), সাইখম মীরাবাঈ চানু (ভারত্তোলন) জোড়া অলিম্পিক পদকের মুখে দাঁড়িয়ে। আর টানা তিনটি অলিম্পিকে পদকের মুখে দাঁড়িয়ে পিভি সিন্ধু।