ICC Cricket World Cup Hat-Tricks: চেতন শর্মা-র ৩২ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহম্মদ সামি-বিশ্বকাপে হ্যাটট্রিক (দেখুন তালিকা)
২০১৯ বিশ্বকাপে প্রথম হ্য়াটট্রিকটা করলেন সামি। (Photo Credits: Getty Images)

১৯৯৯ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে হ্যাটট্রিকের নজির অব্যাহত থাকল। চেতন শর্মা (Chetan Sharma) -র পর ভারতীয় দ্বিতীয় বোলার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্রিক নেওয়ার নজির গড়লেন বাংলা থেকে ভারতীয় দলে খেলা মহম্মদ শামি (Shami)। পাশাপাশি দশম বোলার হিসেবে বিশ্বকাপে এই হ্যাটট্রিকের নজির গড়লেন ব্যক্তিগত জীবনের বড় বিতর্ক থেকে ফিরে আসা সামি। চলতি বিশ্বকাপেও এটা প্রথম হ্য়াটট্রিক।

শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষ তিনটি উইকেট পরপর তিন বলে তিনটি উইকেট তুলে নেন সামি। ম্যাচের শেষ ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে শামি পরপর তিন বলে আউট করেন মহম্মদ নবি, আফতাব এবং মুজিব উর রহমানকে ফিরিয়ে ভারতকে জেতান। আরও পড়ুন- কীভাবে অঘটন বাঁচিয়ে জিতল ভারত

১৯৮৭ সালে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটা নিয়েছিলেন চেতন শর্মা। এরপর চলতি বিশ্বকাপের আগে বাইশ গজের ওয়ানডে বিশ্বযুদ্ধে আরও ৮বার হ্যাটট্রিক নেওয়ার ঘটনা ঘটে। কিন্তু চেতন শর্মার-৩২ বছর পর ফের বিশ্বকাপে হ্যাটট্রিক নেওয়ার গৌরবজন সম্মানের ক্লাবে ঢুকলেন সামি।

এক নজরে বিশ্বকাপের হ্যাটট্রিক নেওয়া বোলাররা--

১) চেতন শর্মা / ভারত(১৯৮৭)- নিউজিল্যান্ডের বিরুদ্ধে

২) সাকলেন মুস্তাক, পাকিস্তান (১৯৯৯)- জিম্বাবোয়ের বিরুদ্ধে

৩) চামিন্ডা ভাস, শ্রীলঙ্কা (২০০৩)- বাংলাদেশের বিরুদ্ধে

৪) ব্রেট লি, অস্ট্রেলিয়া(২০০৩)- কেনিয়ার বিরুদ্ধে

৫) লাসিথ মালিঙ্গা , শ্রীলঙ্কা (২০০৭)- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

৬) কেমার রোচ, ওয়েস্ট ইন্ডিজ (২০১১)- নেদারল্যান্ডসের বিরুদ্ধে

৭) লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা (২০১১)- কেনিয়ার বিরুদ্ধে

৮) স্টিভ ফিন, ইংল্যান্ড (২০১৫)- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

৯) জেপি ডুমিনি , দক্ষিণ আফ্রিকা(২০১৫)- শ্রীলঙ্কার বিরুদ্ধে

১০) মহম্মদ সামি, ভারত (২০১৯)- আফগানিস্তানের বিরুদ্ধে