অলিম্পিক (Tokyo Olympics 2020) অ্যাথলেটিক্সে ভারতকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া (Neeraj Chopra) প্রশংসা পাচ্ছেন সারা দেশ থেকেই। তাঁর ঝুলি ভরছে নানা উপহারেও। কোটি টাকা থেকে গাড়ি, অনেক কিছুই রয়েছে সেই ঝুলিতে। নীরজকে বড় উপহার দিচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo)। এক বছরের জন্য সোনার ছেলে তাদের বিমানে বিনামূল্যে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি। এই এক বছরে নীরজ যতবার খুশি বিমান চড়তে পারবেন। ইন্ডিগো-র সিইও রণজয় দত্ত এক বিবৃতিতে বলেছে, 'আপনি (নীরজ) আমাদের দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং আবেগ কী অর্জন করতে পারে। আমি নিশ্চিত যে আপনি ভবিষ্যতের ভারতীয় ক্রীড়াবিদদের পথ দেখাবেন। খুব ভাল, নীরজ, ভাল।'
ইন্ডিগো ছাড়াও কর্নাটক রাজ্য সড়ক পরিবহন নিগম নীরজকে গোল্ডেন পাস দিয়েছে। নীরজ যে কোনও সরকারি বাসে বিনামূল্যে চড়তে পারবেন আজীবন। এদিকে, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা নীরজ চোপড়াকে একটি মাহিন্দ্রা XUV700 উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নীরজের জন্য উপহারের তালিকায় আরও অনেক কিছু আছে। ঘরের ছেলের নজিরকে স্মরণীয় করে রাখতে নীরজ চোপড়ার জন্য ৬ কোটি টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। নীরজের জন্য সরকারি চাকরি ও হাফদামে জমি দেওয়ার কথাও ঘোষণাও করা হয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নীরজকে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়াও নীরজকে ১ কোটি টাকা দেবে মণিপুর সরকারও। আরও পড়ুন: Neeraj Chopra: সোনার ছেলে নীরজ চোপড়াকে পুরীর সোনালি বালুকায় শিল্পীর শুভেচ্ছা
বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিসিআই ভারতীয় এই অ্যাথলিটের সাফল্যকে কুর্নিশ জানাতে এগিয়ে এসেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও চেন্নাই সুপার কিংস নীরজকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।