Sofia Kenin vs Iga Swiatek (Photo: Instagram)

শনিবার ফরাসি ওপেনের মহিলাদের ফাইনাল (French Open 2020)। মুখোমুখি হবেন সোফিয়া কেনিন (Sofia Kenin) ও ইগা স্বিয়াতেক (Iga Swiatek)। ২০১৬ সালে জুনিয়র টুর্নামেন্টে কেনিনকে পরাজিত করেছিলেন স্বিয়াতেক। কিন্তু দুজন খেলোয়াড়ই আগে কখনও ডাব্লুটিএ-পর্যায়ে একে অপরের মুখোমুখি হননি। সেমিফাইনালে পোল্যান্ডের তরুণী ৬-২, ৬-১ সেটে উড়িয়ে দেন নাদিয়া পোদোরোস্কাকে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন হারান পেট্রা কুইটোভাকে। ফল ৬-৪, ৭-৫।

২১ বছর বয়সী মার্কিন তারকা সোফিয়া এই নিয়ে কেরিয়ারের দু'টি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে উঠলেন। ১৯ বছর বয়সী ইগা গতবছর ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। এবছর অস্ট্রেলিয়ান ওপেনেও চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাঁকে। সোফিয়া জিতলে এটি তাঁর মরশুম তথা কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব হবে। ইগা জিতলে নতুন চ্যাম্পিয়ন পাবে টেনিস ওয়ার্ল্ড।

সোফিয়া কেনিন বনাম ইগা স্বিয়াতেকের মধ্যে ফরাসি ওপেন মহিলা ফাইনাল কবে রয়েছে?

সোফিয়া কেনিন বনাম ইগা স্বিয়াতেক, ফরাসি ওপেন মহিলাদের ফাইনাল ১০ অক্টোবর (শনিবার সন্ধ্যা) হবে।

সোফিয়া কেনিন বনাম ইগা স্বিয়াতেকের মধ্যে ফরাসি ওপেন মহিলা ফাইনাল কখন শুরু হবে?

মহিলাদের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা থেকে।

কোন কোন টিভি চ্যানেল ফরাসি ওপেন মহিলাদের ফাইনাল সম্প্রচার করবে?

স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ২, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি চ্যানেলে ফরাসি ওপেন মহিলাদের ফাইনাল দেখা যাবে।

ফরাসি ওপেন মহিলাদের ফাইনাল কোথায় অনলাইন স্ট্রিমিং পাওয়া যাবে?

হটস্টারে মহিলাদের ফাইনাল ম্যাচের সরাসরি অনলাইন স্ট্রিমিং পাওয়া যাবে।