Inzamam ul Haq Chief Selector: অক্টোবরে ভারতে শুরু হতে চলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলতে আসছে পাকিস্তান। তার আগে অতি গুরুত্বপূর্ণ দল নির্বাচন। বাবর আজমের দল এবার ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ৩১ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জেতার লক্ষ্যে এবার দল নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি (PCB)। আর তাই সিনিয়র দলের প্রধান নির্বাচক হিসেবে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল নাম ইনজামাম উল হক (Inzamam ul Haq) কে দায়িত্ব দিল পিসিবি। দেশের প্রাক্তন কোচ ইনজামাম-ই বেছে দেবেন বিশ্বকাপে বাবর আজমদের ১৫ জনের স্কোয়াড। গত ৬-৭ ধরে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছিলেন হারুন রশিদ। তার আগে অস্থায়ী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন শাহিদ আফ্রিদি।
২০১৬ সালে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের সর্বকালের সর্বাধিক রানসংগ্রহকারী ইনজামাম। বিশ্বকাপের জন্য দলের ১৫ জনের সদস্যের নাম জমা দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। তার আগে খুব বেশী সময় পাচ্ছেন না ইনজামাম। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শান মাসুদ, আবদুল্লা শফিক, শাহিন আফ্রিদি-র মত তারকারা এবার পাক দলে থাকছেন। আরও পড়ুন-সরলেন লারা, সানরাইজার্সের নয়া কোচ ড্যানিয়েল ভিত্তোরি
দেখুন টুইট
Former Pakistan captain Inzamam ul Haq has been appointed national men's chief selector. pic.twitter.com/TnPdQaoXvW
— Pakistan Cricket (@TheRealPCB) August 7, 2023
তবে অলরাউন্ডার, স্পিনারদের মধ্যে কাদের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইনজামাম উল হকের ভাইপো ইমাম উল হকও বিশ্বকাপ স্কোয়াডে থাকা কার্যত নিশ্চিত করেছেন। আগামী ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান।