সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Photo Credits: File Image)

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কোচ হিসেবে সরে দাঁড়ালেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। লারার পরিবর্তে সান রাইজার্সের কোচ হচ্ছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভিত্তোরি (Daniel Vettori)। ২০১৪-১৮ পর্যন্ত বিরাট কোহলির আরসিবি-র কোচ হিসেবে কাজ করেন ভিত্তোরি। টম মুডিকে সরিয়ে ব্রায়ান লারাকে গত মরসুমে কোচ করেছিল সানরাইজার্স। এবার লারাকে সরিয়ে দায়িত্বে আনা হল ভিত্তোরিকে। সাফল্যের জন্য কোচ বদল করেই চলেছে সান গ্রুপের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

চেন্নাই সুপার কিংসের কোচ হয়ে বড় সাফল্য পেয়েছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিংয়ের মত তাঁর প্রাক্তন সতীর্থ ভিত্তোরিও এবার সানরাইজার্সকে সাফল্য এনে দিতে পারেন কি না সেটাই দেখার।

জোর জল্পনা কোচের মত অধিনায়কও বদলাতে চলেছে দক্ষিণ ভারতের এই ফ্রাঞ্চাইজি। গত মরসুমে হ্যারি ব্রুক, আকেল হোসেনের মত তারকা ক্রিকেটারদের নিলামে কিনে দলে এনেও সাফল্য পায়নি হায়দরাবাদ। গত মরসুমে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার আইদেন মার্করামকে। কিন্তু তিনি ব্যর্থ হন। আরও পড়ুন-কাশ্মীরের জামাই হলেন সরফরাজ, নববধূর সঙ্গে শেয়ার করলেন বিয়ের ছবি

দেখুন টুইট

আগামী মরসুমে ইংল্যান্ডের তারকা ব্যাটার ব্রুককে নেতৃত্বে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। শোনা যাচ্ছে, ভিত্তোরি দায়িত্ব নেওয়ার পর ঠিক হবে দলের নয়া অধিনায়ক কে হবেন।

২০২০ আইপিএলের প্লে অফে ওঠার পর গত তিনটি মরসুমে একেবারে খারাপ পারফরম্যান্স করছে সান রাইজার্স। গত বার সবার শেষে থাকে তারা। তার আগে ২০২১ ও ২০২২ আইপিএলে আট নম্বরে শেষ করে সানরাইজার্স। ২০১৬ আইপিএলের চ্যাম্পিয়ন সানরাইজার্স এখন মাঠে নামা মানেই শুধু হার আর হার। লারা সেই রেকর্ড বদলাতে পারেননি, এবার পালা ভিত্তোরির।

গত মরসুমে লারাকে কোচ হিসেবে নিয়ে এসেছিল সান রাইজার্স। কিন্তু লারার কোচিংয়ে একবারে খারাপ পারফরম্যান্স করে দক্ষিণের এই ফ্র্য়াঞ্চাইজি। ভাল দল নিয়েও লিগে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি-তে জেতে সান রাইজার্স। একেবারেই লড়াই করতে পারেনি লারার দল। তখন থেকেই জল্পনা ছিল লারাকে কোচ থেকে সরে দাঁড়াতে বলা হবে। আগামী আইপিএলের প্রস্তুতি শুরুর মুখে নিজে থেকেই সরে দাঁড়ালেন তিনি।

ক দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র কোচ হিসেবে আনা হয় অ্যান্ডি ফ্লাওয়ারকে। মাইক হেসনকে সরিয়ে লখনৌ সুপার জায়েন্ট থেকে ফ্লাওয়ারকে নিয়ে এসে ফাফ দুপ্লেসি-বিরাট কোহলিদের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়। ফ্লাওয়ারের পরবির্তে সঞ্জীব গোয়েঙ্কার লখৌনয়ের কোচ করা হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে।