আজ, শনিবার বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর লোকসভা কেন্দ্রে সাড়ে ৪০০ কোটি টাকার স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপনে উপস্থিত থাকতে চলেছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের মত প্রাক্তন তারকা ক্রিকেটার। সচিন, গাভাসকরকে এদিন বারাণসী বিমানবন্দরে নামতে দেখা যায়। শোনা যাচ্ছে কপিল দেব, রবী শাস্ত্রীরাও আসতে চলেছেন ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে। স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর।
আজ, শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কাশীর বারাণসীতে ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন সেখানকার সাংসদ মোদী। বারাণসীতে লোকসভা নির্বাচনের প্রচার স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেই করতে চান মোদী। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটিই প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম। বারাণসী হলে হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান। সেখানকার স্টেডিয়ামে থাকছে মহাদেবের ছায়া। মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রের আদলে স্টেডিয়ামটি তৈরি হবে। এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো। শিব পুজোয় অন্যতম উপাদান এই গঙ্গাপুজো। সেইসঙ্গে রয়েছে ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন দেওয়া বেলপাতার মতো।
দেখুন বারাণসী বিমানবন্দরে হাজির সচিন
Former Indian cricketers #SachinTendulkar and #SunilGavaskar arrive at Varanasi airport 🤩
PM Modi is scheduled to lay the foundation stone of the international cricket stadium in the city later today 🏟️ #CricketTwitter pic.twitter.com/epyuPohSAH
— InsideSport (@InsideSportIND) September 23, 2023
৩০.৬ একর জায়গা জুড়ে আধুনিক পরিকাঠামো সহ তৈরি হওয়া এই স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকাসন থাকছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজস্ব স্টেডিয়াম আছে আমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান মহারণ ও মেগা ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থরের পাশাপাশি বারাণসীতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন, শিলন্যাস ও উদ্বোধন করবেন মোদী। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর দিয়েই বারাণসীতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী।