Sharath Kamal. (Photo Credits:X)

টিটি-তে ইতিহাস ভারতীয় পুরুষ দলের। এই প্রথম অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। ভারতের মহিলা টিটি দলও প্যারিসে খেলার যোগ্যতা পেয়েছে। গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বিশ্ব দলগত টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরষ দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ১৫ নম্বরে থাকায় শরত কমল, হরমিত দেশাই, সাথাইয়ান গনেনসেকারান-রা প্যারিসের টিকিট পেলেন।

প্রসঙ্গত, বুসানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ লিগে চিন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের কাছে হারলেও নিউ জিল্যান্ড ও চিলিকে হারিয়ে তিন নম্বরে শেষ করে প্লে অফে উঠেছিল। প্লে অফে কাজাকাস্তানকে ৩-০ হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছিলেন শরত কমল-রা। এরপর অবশ্য প্রি কোয়ার্টারে ভারতীয় পুরুষ দল ০-৩ হারিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে। সেখানে ঐহিকা মুখোপাধ্যায়-মনিকা বাত্রারা কোয়ার্টার ফাইনালে ওঠেন।

প্যারিস অলিম্পিকে টিটি-তে মোট পাঁচটা বিভাগে খেলা হবে-১) পুরুষদের সিঙ্গলস, ২) মহিলাদের সিঙ্গলস, ৩) মিক্সড ডবলস, ৪) পুরুষদের দলগত ও ৫) মহিলাদের দলগত। ভারত পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব পাঠাচ্ছেন।