হ্যামিলটন, ১২ মার্চ: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে বিশ্বকাপে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল। শনিবার লিগের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় মহিলা দল করল ৮ উইকেটে ৩১৭ রান। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে এটাই ভারতের প্রথম ৩০০ বা ৩০০ প্লাস রান। ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (১১৯ বলে ১২৩ রান) ও হরমনপ্রীত কৌর (১০৭ বলে ১০৯ অপরাজিত)-এর দুরন্ত ব্যাটিংয়ে ভর করে বড় স্কোর গড়ল টিম ইন্ডিয়া। ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অবস্থা থেকে, চতুর্থ উইকেটে স্মৃতি-হরমনপ্রীত ১৮৪ রান যোগ করেন।
দেখুন টুইট
For the first time in history India have scored 300 or more in ICC Women's World Cup.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 12, 2022
মহিলাদের চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচের দুটোতেই দারুণ জয় পেয়েছে। টুর্নামেন্টে চমকে দেওয়া সেই ক্যারিবিয়াবন মহিলাদের বিরুদ্ধে দেশকে জয়ের মত জায়গায় পৌঁছে দিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, আয়োজক দেশ নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। আরও পড়ুন: সরাসরি কীভাবে দেখবেন ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট
এদিকে, ভারতের মহিলা ক্রিকেট দলের (India Women's Cricket Team) অধিনায়িকা মিতালি রাজের (Mithali Raj) মুকুটে নতুন পালক। ৩৯ বছর বয়সি মিতালি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women's World Cup) ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন। আগে এই রেকর্ড অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের ( Belinda Clark) দখলে ছিল। তিনি বিশ্বকাপের ২৩টি ম্যাচে তাঁর দলকে নেতৃত্ব দিয়েছেন।
অন্যদিকে মিতালি এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপে ২৪টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১৪টি ম্যাচে জয় পেয়েছেন, ৯টি ম্যাচে হেরেছেন এবং ১টি ম্যাচের কোনও ফলাফল হয়নি।