করোনাভাইরাসে আক্রান্ত হলেন এসি মিলানের (AC Milan) ফরোয়ার্ড জালটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। তিনি কোয়ারান্টিনে রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব। এসি মিলান জানিয়েছে, সুইডিশ তারকা বৃহস্পতিবার ইউরোপা লীগের ম্যাচটি মিস করবেন। স্বাস্থ্য বিভাগকে জানিয়ে তাঁকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দলের বাকি সদস্য এবং কর্মীদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ক্লাবটি এই মাসের শুরুতে জানিয়েছিল যে ইব্রাহিমোভিচ আরেকটি মরশুমের জন্য এসি মিলানে থাকবেন। যাতে অন্যতম শক্তিশালী দল হিসেবে তারা বড় ট্রফির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। সুইডেনের তারকা ফুটবলার ছয় মাসের চুক্তিতে জানুয়ারিতে দ্বিতীয় দফায় এসি মিলানে ফিরে আসেন।
ক্লাব পর্যায়ে ইব্রাহিমোভিচের দুরন্ত ক্যারিয়ার রয়েছে। তিনি আজাক্স, জুভেন্টাস, এফসি বার্সেলোনা, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, এসি মিলান এবং এলএ গ্যালাকির মতো বড় দলের হয়ে খেলেছেন। তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সজ্জিত স্ট্রাইকার।