কোস্তাস মোনোলাস (Photo Credits: Twitter/ Official SSC Napoli)

UEFA Champions League 2019–20। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় অঘটন। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool) ০-২ গোলে হেরে গেল ইতালির ক্লাব নাপোলি (Napoli)-র বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়র লিগে অপ্রতিরোধ্য ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে চমকে দিল নাপোলি। লিভারপুলের মত ইংল্যান্ডের আরও এক বড় ক্লাব চেলসি (Chelsea)-ও চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম ম্যাচ হেরে গেল। গতবার উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে ০-১ গোলে হারল ভ্যালেন্সিয়ার কাছে। লিওনেল মেসি-র বার্সোলানা আটকে গেল জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ২০১৯-২০ মরসুমের শুরুতেই একেবারে অঘটনের রাত।

  নাপোলি-লিভারপুল ম্যাচ ৮১ মিনিট পর্যন্ত ড্র চলছিল, তখন মনে হচ্ছিল গতবারের চ্যাম্পিয়নরা এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়বেন। কিন্তু এরপরেই নাপোলির চমক। ৮২ মিনিটে ড্রাইস মার্টেন্সের গোলে এগিয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে নাপোলিকে ২-০ গোলে জয় এনে দেন ফার্নান্দো লরেন্তে।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৭৪ মিনিটে রডরিগো ভ্যালেন্সিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৭৪ মিনিটে রডরিগো ভ্যালেন্সিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন। এদিকে, মেসিদের ম্যাচে হিরো বার্সেলোনার জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগান। ডর্টমুন্ডের মার্কস রিওসের পেনাল্টি আটকে নায়ক স্টেগান। ১৬ বছরের আনসু ফাটি এই ম্য়াচে বার্সার জার্সিতে অভিষেক হল। সেভাবে নজর কাড়তে পারলেন না। পেনাল্টি বাঁচিয়ে সব আলে কেড়ে নিলেন স্টেগান।

এক নজরে ফলাফল

নাপোলি (২) লিভারপুল (০)

চেলসি (০) ভ্যালেন্সিয়া (১)

ডর্টমুন্ড (০) বার্সেলোনা (০)

ইন্টার মিলান (১) সালভিয়া প্রাহা (১)

লিঁয় (১) জেনিত (১)

সালজবার্গ (৬) গেঙ্ক (২)

বেনফিকা (১) আরবি লাইজিগ (২)

আজকের খেলা

অ্যাথলিটকো মাদ্রিদ বনাম জুভেন্তাস

পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ

শাখতার বনাম ম্যানচেস্টার সিটি

বায়ার্ন মিউনিখ বনাম রেড স্টার

(রাত ১২.৩০ থেকে সব ম্যাচ সরাসরি সোনি টেন নেটওয়ার্কে)