অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলে থাইল্যান্ডকে (Thailand) গো-হারান হারাল ভারত (India)। মঙ্গলবার ছিল থাই দলের সঙ্গে ভারতের সেমিফাইনালের খেলা। এদিন সেই ম্যাচে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় ভারতের মহিলা ফুটবল দল। আর তার সঙ্গে সঙ্গেই ভারত পৌঁছে যায় চূড়ান্ত পর্বের খেলায়।
ইতিমধ্যেই সেই জয়ের খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাগ করে নিয়েছে ভারত। ভারতীয় ফুটবল দলের তরফ থেকে একটি টুইট করে জানান হয় এই আনন্দের খবর। টুইতে বলা হয়, "ভারত থাইল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করেছে। সেই সঙ্গেই ভারত পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্বের খেলায়। " ম্যাচের ভিডিওটিও তারা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: India Vs Australia ODI: ভারতকে চমকে দিয়ে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল
FULL-TIME ⌛
THROUGH TO THE FINALS 🙌
India triumph over Thailand 🇹🇭 to make it to the final of the #U17WomensFootball Tournament 🏆
🇹🇭 0⃣-1⃣ 🇮🇳
📺: https://t.co/AdyTbvd3BK#THAIND ⚔ #BackTheBlue 💙 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/INuCTwZ9Jq
— Indian Football Team (@IndianFootball) December 17, 2019
ম্যাচে দেখা গিয়েছে, প্রথমার্ধ পর্যন্ত ভারত এবং থাইল্যান্ড উভয় দলই কোনও গোল (Goal) করতে সক্ষম হয়নি। খেলাটি ৮৯ মিনিটে গোলশূন্য হয়ে যায়। তবে থাই গোলরক্ষক পওয়ারিসা মারাত্মক ত্রুটি করে বসেন। বামদিক থেকে বল নেওয়ার চেষ্টা করেন কিন্তু বলটি তার হাত থেকে ফসকে যায়। ফলে গোল হয়ে যায়। জিতে যায় ভারত।