ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর পথে প্রথমার্ধেই তিনবার গোল করে ইউরো ২০২৪ (EURO 2024) গ্রুপ 'বি'র প্রথম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে স্পেন। রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জয়ের লক্ষ্যে থাকা স্প্যানিয়ার্ডরা তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হানে। ১৬ বছর বয়সী লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে সুযোগ নেন কারভাহাল। ইউরোতে সাম্প্রতিক বছরগুলোর বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া ক্রোয়াটরা, যেখানে তারা কখনও নকআউট ম্যাচ জিততে পারেনি, স্পেনের চতুর আক্রমণাত্মক খেলার সাথে গতকাল তাঁদের কোনও মিল ছিল না, কোচ জ্লাতকো দালিচের পরিকল্পনা ম্যাচ শুরুর আধ ঘন্টার মধ্যেই বাইরে চলে যায়। গত বছর ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে হারিয়ে নেশন্স লিগ জেতা স্পেন পরের ম্যাচে খেলবে ইতালির বিপক্ষে, ক্রোয়েশিয়া খেলবে আলবেনিয়ার বিপক্ষে। অলিম্পিয়াস্টাডিয়নে স্পেনের সমর্থকদের চেয়ে ক্রোয়েশিয়ান সমর্থকদের সংখ্যা অন্তত ১০-১ ব্যবধানে এগিয়ে থাকলেও স্প্যানিয়ার্ডরাই মাঠে যে বেশী শক্তিশালী সেটি প্রমাণ করে। Hungary vs Switzerland, EURO 2024: সুইসদের তিন গোলে উড়ে গেল হাঙ্গেরি; দেখুন ভিডিও হাইলাইটস
চার বছর পর ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ও সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া ধীরে ধীরে চাপ কমাতে বল পারলেও আন্তে বুদিমিরের হেডে গোলটি লক্ষ্যভ্রষ্ট হয়। বিদ্যুতের মতো দ্রুত তিন পাস কম্বিনেশন নিয়ে এগিয়ে যায় স্পেন। ক্রোয়েশিয়া ঘুরে দাঁড়ানোর সময় পাওয়ার আগেই প্রতিপক্ষ আবার আঘাত হানে, ফাবিয়ান মিডফিল্ডারকে ড্রিবলিং করে তিন খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ান। ক্রোয়েশিয়ান ডিফেন্সকে সম্পূর্ণ বিপর্যস্ত করে কারভাহাল তৃতীয় গোল করেন। ক্রোয়েশিয়া ৮০ মিনিটে পেনাল্টি পায় তবে স্পেন কিপার উনাই সিমোন ব্রুনো পেটকোভিচের বল জালে জড়ানোর প্রচেষ্টা বাতিল করে।
দেখুন ভিডিও হাইলাইটস