South Korea vs Brazil Football Live Streaming: দক্ষিণ কোরিয়া আজ, শুক্রবার (১০ অক্টোবর) সিয়োল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে আতিথ্য দেবে। দুই দলই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে এবং তারা এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। সেই কথা মাথায় রেখে কার্লো আনচেলোত্তি (Carlo Ancelotti) ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরোকে (Casemiro) দুটি অনানুষ্ঠানিক ম্যাচের জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা অ্যালিসন বেকার (Alisson Becker) এবং মার্কুইনহোসের (Marquinhos) অনুপস্থিতিতে ব্রাজিলের অধিনায়ক হবেন তিনি। নতুন ম্যানেজারের অধীনে ব্রাজিল এখনও খারাপ সময় কাটিয়ে সব ঠিকঠাক করতে চেষ্টা করছে। তারা ২০০২ সালের পর থেকে কোনো বিশ্বকাপ টাইটেল জিততে পারেনি, এবং আনচেলোত্তির প্রাথমিক লক্ষ্য হবে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করা। FIFA World Cup 2026: সোমালিয়াকে হারিয়ে ফিফা বিশ্বকাপের মূল পর্বে আলজেরিয়া
দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল
🇧🇷 SELEÇÃO MATCH DAY!
📆 October 10th, 7AM EST
🆚 South Korea 🇰🇷
🌎 Seoul, South Korea 🇰🇷
🏟 Seoul World Cup Stadium
🏆 International Friendly pic.twitter.com/qoR5jAU3aO
— Ginga Bonito 🇧🇷 (@GingaBonitoHub) October 10, 2025
দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ?
১০ অক্টোবর সিয়োল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে (Seoul World Cup Stadium) আয়োজিত হবে দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ?
দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ বিকেল ৪ঃ৩০টেয়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ?
দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ
দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে VPN-এর সাহায্যে দক্ষিণ কোরিয়ার Coupang Play চ্যানেলে এই ম্যাচ দেখা যাবে।