বিশ্বকাপে (FIFA World Cup 2022) আর্জেন্টিনা (Argentina)-কে হারানোর খুশিতে মেতেছে গোটা সৌদি আরব (Saudi Arabia)। গ্রুপ লিগের ম্যাচে সৌদি ২-১ গোলে হারায় ফুটবল বিশ্বের সুপার পাওয়ার আর্জেন্টিনাকে। সৌদির এই ঐতিহাসিক জয় নিয়ে গোটা বিশ্ব উচ্ছ্বসিত।
রাজধানী রিয়াদের রাস্তায় আনন্দে আত্মহারা মানুষ রাস্তায় রীতিমত মিছিল, বিজয় উতসব করছেন। এই প্রথম বিশ্বকাপে কোনও দক্ষিণ আমেরিকার দেশকে হারালো সৌদি। সৌদি আরবের রাজা কিং সলোমন এই খুশিতে আগামিকাল, বুধবার গোটা দেশে জাতীয় ছুটি ঘোষণা করলেন। আরও পড়ুন-ডেনমার্ককে রুখে চমক তিউনিসিয়ার, ৯০ মিনিটে হল না কোনও গোল
দেখুন ভিডিও
Saudi Arabia fans with the Cristiano Ronaldo celebration in front of the Argentines. 😂 pic.twitter.com/XUMhD9GqSQ
— TC (@totalcristiano) November 22, 2022
যাতে কাল সারাটি দিন মানুষ মেসিদের হারানোর আনন্দ-উতসবটা নিজেদের মত করে করতে পারেন।
দেখুন টুইট
🚨 Saudi Arabia's King Salman has announced a public holiday for tomorrow to celebrate their win against Argentina at the World Cup. #KSA | #FIFAWorldCup pic.twitter.com/mEMW53lcwz
— Football Tweet ⚽ (@Football__Tweet) November 22, 2022
মেসিদের হারানোয় সৌদির ফুটবলার-কোচদের মোটা টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করতে চলেছেন জদেশের রাজা।