Santosh Trophy Quarter Final (Photo Credit: X@airnewsalerts)

সন্তোষ ট্রফির (Santosh Trophy) ৭৮তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের (78th National Football Championship) তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে কেরালা ও জম্মু কাশ্মীর এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেঘালয় ও সার্ভিসেস।  আজ বিকেলে হায়দরাবাদের ডেকান অ্যারেনায় ভারতীয় সময় দুপুর ২.৩০ টায় জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে।  শেষ কোয়ার্টার ফাইনালে সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘালয় সন্ধ্যায় সার্ভিসেসের মুখোমুখি হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হায়দরাবাদের ডেকান এরেনায় প্রথম কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে (Bengal vs Odisha)  ৭৮তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলা। ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলা, কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলা ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা হন নরহরি শ্রেষ্ঠা। বাংলার হয়ে গোলগুলো করেন নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা এবং মনোতোষ মাজি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মণিপুর ও দিল্লি। নির্ধারিত সময়ে ২-২ স্কোর হওয়ার পর মণিপুর অতিরিক্ত সময়ে ৫-২ গোলের ব্যবধানে দিল্লিকে হারিয়ে সেমিফাইনালে উঠে পড়েন। এলটি লোলি এবং শোরাইশাম সাগর সিং নির্ধারিত সময়ে মণিপুরের হয়ে গোল করেন এবং দিল্লির হয়ে দুটি গোলই করেন জয়দীপ সিং। এরপর অতিরিক্ত সময়ে খুল্লাকপাম জহির খান ও শুঞ্জনথান রাগুই এর দুই গোলে দিল্লিকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করে মণিপুর।

 

সন্তোষ ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল বাংলা, ৩২ বার চ্যাম্পিয়ন হয়ে তারা ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে। এবারের সন্তোষ ট্রফিতে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে গ্রুপ ‘এ’-এ শীর্ষ স্থান দখল করেছিল তারা।  অন্যদিকে ২০০২-০৩ সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন মণিপুর এবারের সন্তোষ ট্রফিতে সেভাবে আলোচনায় ছিল না, তবে তারা টানা ভালো পারফরম্যান্সে সেমিফাইনালে পৌঁছেছে। যুব ও অভিজ্ঞতা মিশিয়ে তৈরি দলটি ফর্মের মধ্যে রয়েছে এবং একের পর শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে।