India vs Qatar (Photo Credit: Indian Football/ X)

মঙ্গলবার সন্ধ্যায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে কাতারের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা (2026 FIFA World Cup) অর্জনের লড়াইয়ে বিদায় নিয়েছে ভারত। ইউসুফ আইমেনের বিতর্কিত তথা কাতারের সমতাসূচক গোলে ম্যাচের মোড় ঘুরে যায় ভারতের জন্য। প্রথমার্ধে ব্র্যান্ডন ফার্নান্ডেজের মিসহিট শট থেকে ভারতের প্রথম গোলের জন্য বল জালে জড়িয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে, কিন্তু এরপর আয়মেন ও আহমেদ আল-রাউয়ির গোল কাতারকে জয় এনে দিয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগ শেষ করার সুযোগ করে দেয়। ভারতের শুরুটা ভালো হয়নি এবং প্রথম পাঁচ মিনিটেই পিছিয়ে পড়তে পারত কিন্তু মেহতাব সিং আল-রাওয়ির একটি শট থামিয়ে একটি দুর্দান্ত গোল ব্লক করেন। ৩৭ মিনিটে ছাংতের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে কাতার দুই সিনিয়র খেলোয়াড় - হোমাম আহমেদ এবং খালেদ আলীকে নিয়ে আসে যা আয়োজকদের পক্ষে খেলার গতি পরিবর্তন করে। Sunil Chhetri Crying: চোখের জলে সল্টলেক স্টেডিয়ামে গার্ড অফ অনারে বিদায় ছেত্রীর; দেখুন ভিডিও

তবে কাতারের সমতাসূচক গোল শেষ পর্যন্ত আসে প্রচণ্ড বিতর্কিতভাবে। জিকসন সিং একটি ফ্রি-কিকে বলটি বাইরে চলে যায় তবে আলহাশমি মোহিয়ালদিনের পায়ে সেই বল ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং আটকে দিলেও ইউসুফ আইমেন সেটি ফিরিয়ে এনে সেটি দিয়ে গোল করেন। সবকিছুই ঘটে যায় কিছু মুহূর্তের মধ্যে তবে রেফারিরা কাতারের পক্ষে রায় এবং সেটিকে গোল ঘোষণা করে, ভারত প্রতিবাদ করলেও ভিএআর না থাকায় সেটি মেনে নিতে বাধ্য হয় সফরকারীদের। এই চুরিতে ভারতের মনোবল কিছুটা ভেঙে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আহমেদ আল-রাউই ৮৫ মিনিটে গোল করে খেলা ভারতের নাগালের বাইরে নিয়ে যান এবং ফিফা বিশ্বকাপে ভারতের স্বপ্ন শেষ করে দেন।