Manchester City: মহা সাফল্যের স্বর্গ থেকে একেবারে মহা ব্যর্থতার পাতালে। প্রিমিয়র লিগে ফের হার গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি-র। ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)-র দল। শনিবার ভিলা পার্কে এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারাল সিটি-কে।
ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ০-২ গোলে হারছিল ম্যানচেস্টার সিটি। খেলার একেবারে শেষে ফিল ফোডেনের গোলে ব্যবধান কমায় সিটি। ম্যাচের মাত্র ২০ সেকেন্ডে নিজেদের ভুলে গোল হজম করে সিটি। গত ১২টি ম্যাচের মধ্যে মাত্র ১টি-তে জয়, আর ৯টি-তে হারের মুখ দেখল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সিটি।
হতাশ গুয়ার্দিওলা
Pep Guardiola while watching Aston Villa vs. Man City 😓 pic.twitter.com/nrS4aD2pTB
— ESPN UK (@ESPNUK) December 21, 2024
সাফল্যের স্বর্গ থেকে ব্যর্থতার পাতালে সিটি
যে দলটা গত কয়েকটা মরসুমে একেবারে অপ্রতিরোধ্য ছিল, তারাই এখন জিততে ভুলে গিয়েছে। এর্লিং হালান্ড-রা যেন খেলা ভুলে গিয়েছেন। পরপর হারের ধাক্কায় প্রিমিয়র লিগ তালিকায় ৬ নম্বরে নেমে গিয়েছে গুয়ার্দিওলার দল।
দেখুন ফের হারের পর কী বললেন কোচ গুয়ার্দিওলা
🗣️ "Without him we'd be even worse!"
Pep Guardiola has defended Erling Haaland after the striker stated he has not been good enough recently for Man City ⚽ pic.twitter.com/Di9NzkBT8g
— Sky Sports Premier League (@SkySportsPL) December 21, 2024
রবিবার লিগের সব খেলা হয়ে গেলে সিটি ৯ নম্বরেও নেমে যেতে পারে। গত মরসুমে গুয়ার্দিওলার দল মাত্র তিনটি ম্যাচে হেরেছিল, সেখানে গত কয়েক দিনে আধডজন হার হয়ে গেল সিটির। নীল ম্যানচেস্টারের দুনিয়াটা আচমকা কেমন স্বর্গের আলো থেকে পাতালের অন্ধকারে চলে গেল।