Banga Bhushan East Bengal Footballer Parimal Dey Passed Away (Photo Credit: Kalyan Chubey & Ministry of Jal Shakti/ Twitter)

কলকাতা, ১ ফেব্রুয়ারি: দীর্ঘ রোগভোগের পর বুধবার ৮১ বছর বয়সে পরলোকগমন করলেন বঙ্গভূষণ ইস্টবেঙ্গল ফুটবলার পরিমল দে (Parimal Dey)। ১৯৬০-এর দশকে তার দক্ষ পায়ে ভারতের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, ১৯৬৬ সালে কুয়ালালামপুরে (Kuala Lumpur) অনুষ্ঠিত মার্ডেকা কাপের (Merdeka Cup) ব্রোঞ্জ পদকের খেলায় কোরিয়ার বিপক্ষে খেলার একমাত্র গোলটি করেন। ঘরোয়া পর্যায়ে ১৯৬২,১৯৬৯-এ দু'বার সন্তোষ ট্রফি (Santosh Trophy) জেতার সম্মান পেয়েছিলেন।

ইস্টবেঙ্গলের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলার সুবাদে তিনি ৮৪টি গোল করেন এবং ১৯৬৮ সালে ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন। কলকাতা ফুটবল লীগ এবং আইএফএ শিল্ড (IFA Shield) ডাবল তিনবার জেতার গৌরব অর্জন করেন (১৯৬৬, ১৯৭০, এবং ১৯৭৩) এবং ১৯৭০ সালে ইরানের দল পিএএস (PAS Club) ক্লাবের বিরুদ্ধে দুটি আইএফএ শিল্ড ফাইনালে গোল করে ভারতীয় ফুটবলের লোককথায় তার নামটি গেঁথে দিয়েছেন, যা আজও প্রতিযোগিতায় পরিবর্ত হিসেবে আসার পর একজন খেলোয়াড়ের দ্রুততম গোল হিসেবে টিকে আছে। সক্রিয় ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 'বঙ্গভূষণ' উপাধিতে ভূষিত করে।

দেখুন তার শেষযাত্রার ভিডিও