Vinicius Jr. (Photo Credit: B/R Football/ X)

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল, একইসঙ্গে কোপা আমেরিকায় 'ডি' গ্রুপ থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ে। ব্রাজিলের হয়ে প্রথমার্ধে সাভিনহোও একটি গোল করেন এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি কিক থেকে গোল করেন লুকাস পাকুয়েতা। প্যারাগুয়ের হয়ে গোল করেন ওমর আলদেরেতে। তবে এই জয় ব্রাজিলের জন্য সহজ ছিলনা, পাঁচটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড নিয়ে প্রচুর উত্তেজনাপূর্ণ ছিল সেই ম্যাচ। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আন্দ্রেস কিউবাস, যার ফলে ম্যাচের শেষ ভাগে এক জনকে ছাড়ায় খেলতে হয় প্যারাগুয়েকে। এছাড়া হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলের ওয়েন্ডেল, জুনিয়র ও পাকুয়েতা এবং প্যারাগুয়ের ফ্যাবিয়ান বালবুয়েনা ও হার্নেস্তো কাবালেরো। মঙ্গলবার কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট শুরু করা সেলেকাও কানারিনহোর জন্য এই জয় বেশ সাড়া ফেলে দিয়েছে। Colombia vs Costa Rica, Copa America 2024: কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া, দেখুন ভিডিও হাইলাইটস

৪ পয়েন্ট নিয়ে গ্রুপ লিডার কলম্বিয়ার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে ব্রাজিল। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয় বা টাই হলে নকআউট পর্বে গ্রুপের দুই স্থানের একটি নিশ্চিত হয়ে যাবে। কোস্টারিকার চেয়ে ব্রাজিল ছয় গোলের ব্যবধানে এগিয়ে আছে, তাই হারলেও নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বাইরে রাখা যাবে না। কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আগের পাঁচ সাক্ষাতে ড্র করা ব্রাজিলকে সমস্যায় পড়তে হয়েছে। ১৯৬৩-৮৩ মরসুমের পর ব্রাজিলের বিপক্ষে টানা দ্বিতীয় দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড গড়েছে প্যারাগুয়ে। তবে ব্রাজিল সবচেয়ে সাম্প্রতিক সাক্ষাতে দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ৪-০ গোলে পরাজিত করে।

দেখুন ভিডিও হাইলাইটস