বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৩-২৪ এএফসি কাপের (AFC CUP) ইন্টার জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশা এফসি (Odisha FC) মুখোমুখি হবে ডিফেন্ডিং এ-লিগ চ্যাম্পিয়ন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের (Central Coast Mariner) বিরুদ্ধে। শেষ লেগ ম্যাচে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট স্টেডিয়ামে এএফসি কাপ ২০২৩-২৪ (AFC Cup 2023-24) ইন্টার-জোন প্লে অফের প্রথম সেমিফাইনালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের কাছে ৪-০ গোলে হেরে যায় ভারতীয় দল ওড়িশা এফসি। অস্ট্রেলিয়ান ফুটবল ক্লাবের হয়ে ৩৬ এবং ৭৭ মিনিটে মিকেল ডোকা (Mikael Doka), ৫২ মিনিটে স্টর্ম রক্স (Storm Roux) ও ৮৯ মিনিটে রোনাল্ড বার্সেলোস (Ronald Barcellos) গোল করেন। আয়োজকরা ম্যাচে আধিপত্য নিতে খুব বেশি সময় নেয়নি এবং প্রথমার্ধে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দলটির গোলের অনেক সুযোগ নষ্ট করে। রয় কৃষ্ণার পায়ে ওড়িশা গোলের প্রথম শট করতে লাগে ৪০ মিনিট সময় কিন্তু সেটিও আটকে দেয় অজি গোলরক্ষক। পরে ওভারল্যাপিংয়ের দায়ে রয় কৃষ্ণা ফাউল পেলে সেটির সুযোগ নিতেও ছাড়েনি অজি ক্লাব। Racism Against Foreign Footballer: কেরলে বর্ণবিদ্বেষের মুখে বিদেশি ফুটবলার, ১৫ জনের বিপক্ষে মামলা দায়ের
An #AFCCup tie like no other 💥
UP THE WARRIORS! ⚔️🟣⚫️#odishAFC #AmaTeamAmaGame #KalingaWarriors #OFCInAsia | @Sports18 pic.twitter.com/BYvKRu0L6T
— Odisha FC (@OdishaFC) March 14, 2024
ওড়িশা এফসিঃ অমরিন্দর সিং (গোলরক্ষক), অ্যামি রানাওয়াদে, মোর্তাদা ফল, কার্লোস দেলগাদো, ভিগনেশ দক্ষিণামূর্তি, আহমেদ জাহৌ, পুইতেয়া, সাই গডার্ড, রয় কৃষ্ণা, ইসাক ভানলালরুয়াতফেলা, দিয়েগো মরিসিও।
সেন্ট্রাল কোস্ট মেরিনার্সঃ ড্যানি ভুকোভিচ (গোলরক্ষক), স্টর্ম রাউক্স, ড্যানিয়েল হল, ব্রায়ান কাল্টাক, জ্যাকব ফ্যারেল, অ্যাঞ্জেল টরেস, ব্র্যাড ট্যাপ, ম্যাক্সিমিলিয়ান বালার্ড, মিকেল ডোকা, জোশুয়া নিসবেট, রায়ান এডমন্ডসন।
কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ?
১৪ মার্চ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium, Bhubaneswar) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ?
ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার, এফসি কাপ সেমিফাইনাল ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।