Northeast United vs Diamond Harbour (Photo Credit: Durand Cup/ X)

Northeast United vs Diamond Harbour, Durand Cup Final 2025 Live Streaming: শেষ হতে চলেছে ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025)। এটি এশিয়া সবচেয়ে পুরনো টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণ। আজ, ২৩ আগস্ট ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United) এবং ডায়মন্ড হারবার (Diamond Harbour) । কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বিজয়ী চ্যাম্পিয়ন নর্থইস্ট সেমিফাইনালে শিলং লাজংকে পরাজিত করে ফাইনালে জায়গা করেছে। তাদের দলে রয়েছে মরোক্কোর তারকা আলাদিন আজারায় (Alaaeddine Ajaraie)। যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার, তার ঝুলিতে আছে সাতটি গোল। অন্যদিকে, এবারই অভিষেক করা ডায়মন্ড হারবার শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফাইনালে জায়গা করতে তিনটি আইএসএল দলকে হারিয়েছে তারা। তাদের সবচেয়ে জয় আসে সেমিফাইনালে যেখানে তারা ২-১ গোলে কলকাতার বড় ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে সবাইকে চমকে দেয়। East Bengal vs Diamond Harbour, Durand Cup Video Highlights: ডুরান্ড কাপে বড় চমক, ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে ডায়মন্ড হারবার; দেখুন ভিডিও হাইলাইটস

নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনাল ২০২৫

ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ?

২৩ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ?

নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ

নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ

নর্থইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ ফাইনালের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।