আইএম বিজয়ন (I.M. Vijayan) রেকর্ড ভেঙে ভারতীয় ফুটবলে দ্রুততম গোলের নজির ডায়মন্ড হারবার FC-র নরহরি শ্রেষ্ঠা (Naro Shrestha)-র। আই লিগ থ্রি-র ম্যাচে গাজিয়াবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ শুরু ১০ সেকেন্ডের মাথায় গোল করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের ফুটবলার নরহরি। ১৯৯৯ সালে সাফ কাপে ভূটিনারে বিরুদ্ধে ম্যাচের ১২ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক আইএম বিজয়ন। নর শ্রেষ্ঠা ভাঙলেন বিজয়নের সেই রেকর্ড। ডায়মন্ড হারবার এফসি-র কর্ণাধার অভিষক বন্দ্যোপাধ্যায় এই রেকর্ডের জন্য নরহরি শ্রেষ্ঠাকে অভিনন্দন জানিয়েছেন।
নৈহাটি স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে ডায়মন্ড হারবার শেষ পর্যন্ত গাজিয়াবাদ এফসি-কে ৩-০ গোলে হারায়। নরহরির নজির গড়া ১০ সেকেন্ডের গোলের ১০ মিনিট পর ডায়মন্ড হারবারের হয়ে ব্যবধান বাড়ান জবি জাস্টিন।
দেখুন ম্যাচের ১০ সেকেন্ডে নরহরি শ্রেষ্ঠার গোল
NEW RECORD ALERT‼️
Naro Shrestha scores the fastest goal recorded in Indian football history, netting against Ghaziabad City FC in just 10 seconds. A historic moment in Indian football.#DHFC #DumdaarHarBaarDiamondHarbour #indianfootball #ileague3 #newrecord pic.twitter.com/seA1oXl8bY
— DHFC (@dhfootballclub) September 3, 2024
সোশ্যাল মিডিয়া পোস্টে নরহরিকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Incredible Feat 💪🏻 https://t.co/ceyrXXTC1b
— Abhishek Banerjee (@abhishekaitc) September 3, 2024
এরপর দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৭ মিনিটে খেলার ফল ডায়মন্ড হারবারের পক্ষে ৩-০ করেন মহেশ খোসলা।