Mumbai City vs Mohammedan SC, ISL 2024-25: আইএসএলের আজকের ম্যাচে মুম্বই সিটির মুখোমুখি হবে মহামেডান এসসি। পঞ্জাব এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল ২০২৪-২৫) মুম্বই সিটি এই ম্যাচে নামতে চলেছে। মুম্বইয়ের ফুটবল এরিনায় আয়োজিত হবে হাইভোল্টেজ ম্যাচ। মহামেডান এসসিকে হারিয়ে শীর্ষ ছয়ে ঢোকার চেষ্টা করবে আয়োজকরা। এক ম্যাচ হাতে রেখে ষষ্ঠ স্থানে থাকা ওড়িশার সঙ্গে সমান পয়েন্ট (২৪) হবে। মুম্বই শেষ পাঁচটি ম্যাচে বেশ বেমানান ছিল এবং মাত্র দুটি জয় অর্জন করতে পেরেছে। অন্যদিকে, মহমেডান এসসি তাদের প্রথম আইএসএল অভিযানে এখনও সেরা কিছু করতে পারেননি। তারা এই মরসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলের নীচেই রয়েছে। নিজেদের শেষ ম্যাচে পঞ্জাব এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুম্বই সিটি। অন্যদিকে, মহামেডান এসসি তাদের আগের ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে। FC Goa vs Chennaiyin FC Video Highlights: সাঙ্গওয়ান, গুয়ারোটক্সেনার সুবাদে চেন্নাইয়িনকে হারাল গোয়া, দেখুন ভিডিও হাইলাইটস
মুম্বই সিটি বনাম মহামেডান এসসি
Can’t wait to see you all tomorrow, मंडळी! 🤩🩵
Join us for #MCFCMSC at the Arena, tickets link 👇https://t.co/ezCwnPD3DJ#ISL #AamchiCity 🔵 pic.twitter.com/WlBD1IbvDX
— Mumbai City FC (@MumbaiCityFC) January 25, 2025
মুম্বই সিটি বনাম মহামেডান এসসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২৬ জানুয়ারি মুম্বইয়ের ফুটবল এরিনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি বনাম মহামেডান এসসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মুম্বই সিটি বনাম মহামেডান এসসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।