আজ ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটির (Mumbai City) প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সাম্প্রতিক বছরগুলিতে মুম্বই সিটি আইএসএল-এর অন্যতম সেরা দল হিসাবে শেষ করেছে। গত মরসুমে তারা টেবিলের শীর্ষে থাকলেও আইএসএল ট্রফির নকআউট পর্বের শিরোপা জিততে পারেনি। এ বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও নামছে ভারতীয় ক্লাবটি। আইএসএলের শুরুটা ভালই করে মুম্বই। তারা তাদের প্রথম খেলায় নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে। কিন্তু শেষ লিগ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মুম্বই। এবার কেরলের বিরুদ্ধে দ্বিতীয় জয় তুলে নিয়ে নিজেদের আরও একটি খেতাবি লড়াইয়ে নামার চেষ্টা করবে তারা।
অন্যদিকে, রবিবার মুম্বই ফুটবল স্টেডিয়ামে লিগের লড়াইয়ে নামা কেরল বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করে। আদ্রিয়ান লুনার (Adrian Luna) গোলই ম্যাচে নির্ণায়ক বলে প্রমাণিত হয়। পরের ম্যাচে জামশেদপুরকেও হারায় কেরল। ৭৪ মিনিটে ম্যাচ জয় নিশ্চিত করে আবারও গোলের খাতায় নাম লেখান লুনা। এখন আইএসএল-এ অপরাজিত ধারা বজায় রাখতে মুম্বই সিটিকে ঘরের মাঠে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা। Mohun Bagan SG vs Chennaiyin FC Result: ৩ গোলে চেন্নাইকে হারিয়ে সুপার লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের
Taking our passion on the road! ⚽
A showdown against Mumbai City FC awaits the boys! 👊@IndSuperLeague #MCFCKBFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/sgVhzRXFVL
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ?
৮ অক্টোবর মুম্বইয়ের মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena, Mumbai) আয়োজিত হবে মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ?
মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি বনাম কেরল ব্লাস্টার্স, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।