ইপিএল-এর (EPL) বিখ্যাত ক্লাব আর্সেনালের (Arsenal) মালিক হতে চলেছেন মুখেশ আম্বানি (Mukesh Ambani)। সোমবার এক রিপোর্টে সেই ইঙ্গিতই মিলেছে। রিপোর্টে বলা হয়েছে, আম্বানি পুত্র আকাশ আম্বানি ইপিএলে আর্সেনালের বড় ভক্ত। রিল্যায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি যদি ফুটবল জগতে প্রবেশ করে তাহলে লন্ডনের এই ক্লাবটিকে সবার আগে পাখির চোখ করতে পারেন তিনি।
ছেলে আর্সেনালের (Arsenal) ভক্ত। সেই কারণেই কি সেরার সেরা ইপিএল (EPL) দল আর্সেনালকে কিনতে চলেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)? যদিও পুর্বের কিছু প্রচারমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং লিভারপুলের (Liverpool) মত বড় দল গুলির জন্যেও নাকি বিড দিয়েছেন রিল্যায়েন্স চেয়ারম্যান।
ফোর্বসের (Forbes) বিচারে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের দশম ধনি ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কিছুদিন ধরেই তাঁকে ফুটবলে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই মত লিভারপুলের জন্যে তিনি নাকি গতমাসে বিড জমা দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু লিভারপুলের বর্তমান মালিক গোষ্ঠী ক্লাব বিক্রির জন্যে ৪ বিলিয়ন মার্কিন ডলার দাবি করছে।
যদিও মুকেশ আম্বানি এই প্রথমবার প্রিমিয়ার লিগ ক্লাব কেনার উৎসাহ দেখিয়েছেন এমনটা নয়। এর আগে ২০১০ সালে সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়ের সঙ্গে রিল্যায়েন্সের কর্নধর মুকেশ আম্বানি যৌথভাবে লিভারপুলের ৫১ শতাংশ মালিকানা পাওয়ার জন্যে দরপত্র জমা দিয়েছিল। যদিও লিভারপুলের চিফ এক্সিকিউটিভ ক্রিস্টেন পার্সলো এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।