আন্তর্জাতিক বিরতির পর চলতি সপ্তাহেই ফের শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023-24)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) আজ, রবিবার ৩১ শে মার্চ চেন্নাইয়িন এফসিকে (Chennaiyin FC) আতিথ্য দেওয়ার সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে চাইবে। মোহনবাগান ও চেন্নাইয়িন এফসির মধ্যে ম্যাচটি আয়োজিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। টানা তিন জয়ে ঘরের মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএলে নিজেদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-৩ গোলে হারিয়েছে মেরিনার্স। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে কলকাতার জায়ান্টরা এখন আইএসএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, চেন্নাইয়িন এফসি এই মরসুমে বেশ বেমানান খেলেছে। পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসি ঘরের মাঠে তলানিতে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে যায়। DC vs CSK, IPL 2024 Live Streaming: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
Time to hit the cylinders running as we enter the final stages of the league! Tonight, we take on Chennaiyin! 💪⚡️
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/e22ETsyrwE
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 31, 2024
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
৩১ মার্চ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।