Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting Club, Durand Cup 2025 Live Streaming: শুরু হয়েছে ডুরান্ড কাপ (Durand Cup) টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণ। আজ, ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ 'বি'-এর আইএসএল (ISL) দল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছে এই ম্যাচ। মোহনবাগান কলকাতা ডার্বি দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে। যদিও মেরিনার্সরা কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি ডার্বি হেরে এই ম্যাচে নামবে, তবে ওই ম্যাচে কেবল কিছু সিনিয়র দলের খেলোয়াড় খেলে। মোহনবাগানের গ্রুপ পর্যায়ে তাদের বিদেশী তারকাদের খেলাবে না, এছাড়া মনভীর সিং (Manvir Singh)-এর খেলা নির্ভর করবে তার ফিটনেস টেস্টের ওপর। অন্যদিকে, মহামেডানের কথা বলতে গেলে তারা ডায়মন্ড হারবার এফসির কাছে ২-১ গোলে হেরে এই ম্যাচে নামবে। Bodoland FC vs Karbi Anglong Morning Star FC, Durand Cup 2025 Live Streaming: বোড়োল্যান্ড এফসি বনাম কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসি, ডুরান্ড কাপ ২০২৫ ম্যাচ সরাসরি দেখবেন যেখানে
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপ ২০২৫
Matchday 1️⃣ in Durand Cup 2025 ⚽💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/3KdDQGY4jj
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 31, 2025
ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ?
৩১ জুলাই কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব, ডুরান্ড কাপের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।