Mohun Bagan vs Goa (Photo Credit: Mohun Bagan SG/ X)

শনিবার, ২৩ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ২০২৩-২৪ মরসুমের নবম ম্যাচে এফসি গোয়ার (FC Goa) কাছে ৪-১ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল মোহনবাগান সুপার জায়ান্টস। এএফসি কাপের খারাপ পারফরম্যান্সের পর শেষ ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে তাদের। গত ম্যাচে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র বিরুদ্ধে প্রথম হারের স্বাদ পায় মেরিনার্স। সেই ম্যাচে লাল কার্ড নিয়ে অনেক বিতর্ক হয়। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে মোহনবাগান। নোয়াহ সাদাউয়ি (Noah Sadaoui) গোল করতে কোনও ভুল করেননি। ৪২ মিনিটে এফসি গোয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিক্টর রদ্রিগেজ (Victor Rodriguez)। FIFA Club World Cup 2023: প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল ম্যানচেস্টার সিটি

৪৫ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজের (Brandon Fernandes) পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন নোয়াহ সাদাউয়ি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে দিমিত্রি পেট্রাটোস (Dimitri Petratos) গোল করে ফের মোহনবাগানকে উদ্ধার করার চেষ্টা করেন। হাফটাইমে স্কোরবোর্ডে ৩-১ ছিল সফরকারীদের পক্ষে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই খেলার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠলেও কোনো দলই তা করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্টস হাফটাইমে বেশ কিছু পরিবর্তন করলেও পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি। এরপর আরও একটি পেনাল্টি আসে। ৯০ মিনিটে গোল করতে ভুল করেননি ম্যানুয়াল মার্কেজ (Manual Marquez)।

দেখুন ভিডিও হাইলাইটস