কলকাতা: শনিবার (৬ এপ্রিল) আই লিগ (I-League) জিতে ইতিহাস রচনা করল মহামেডান এসসি (Mohammedan SC)। কলকাতা ফুটবলের এক ঐতিহাসিক রাতে সিটি অফ জয়ের তৃতীয় বড় ক্লাব এবার ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার শিলং লাজংয়ের (Shillong Lajong) বিরুদ্ধে ম্যাচ জিতে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে 'ব্ল্যাক প্যান্থার' নামে পরিচিত মহমেডান। তাদের সর্বশেষ জয়ের সাথে, ক্লাবটি এখন এক ম্যাচ বাকি থাকতেই লিগ জিতেছে এবং পরের মরসুমে আইএসএলে খেলবে। চলতি মরসুমে আই লিগে মহমেডানের যাত্রা ছিল স্বপ্নের মতো। আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানে ভারতীয় ফুটবলের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে সাদা ও কালো ব্রিগেড। শনিবার শিলংয়ে শিলং লাজংয়ের মুখোমুখি হওয়া মহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুই ম্যাচে ২ পয়েন্ট প্রয়োজন ছিল। Noah's Hat-trick Video: নোয়ার হ্যাটট্রিকে হায়দরাবাদের বিপক্ষে একতরফা জয় গোয়ার
Mohammedan SC earn promotion to Indian Super League 2024-25 as they win the I-League title. They will become the 3rd team from Kolkata to play the ISL. Congratulations!
Jaan Jaan Mohammedan!#IndianFootball #SKIndianSports pic.twitter.com/YTInRceLBd
— Sportskeeda (@Sportskeeda) April 6, 2024
ম্যাচের প্রথম মিনিটেই অ্যালেক্সিস গোমেজের গোলে এগিয়ে যায় তারা। ডগলাস তারদিম শিলংয়ের হয়ে সমতা আনলেও ৬৩ মিনিটে ইভগেনি কোজলভের গোলে তাদের তিন পয়েন্ট এনে দেয়, ফলে কলকাতার ক্লাবটি আই লিগ চ্যাম্পিয়ন হয়। তাদের আশ্চর্যজনক কৃতিত্বের সাথে, মহামেডান এসসি তৃতীয় কলকাতা ভিত্তিক ক্লাব হিসাবে আইএসএলে অর্থাৎ ভারতীয় ফুটবলের শীর্ষ স্তরে প্রতিযোগিতা করবে। ক্লাবের এই বিস্ময়কর সাফল্যে কলকাতা ও তার আশপাশের এলাকায় আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি তাদের ইতিহাসে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে। তারা ইতিহাসে দু'বার ফেডারেশন কাপ জিতেছে, এবং ১৪ বার কলকাতা ফুটবল লিগও জিতেছে। ২০২৩ সালে সিএফএল জয়ের হ্যাটট্রিক করেছিল তারা।
তাঁদের সাফল্যে খুশী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগের শিরোপা জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। আমার হৃদয় আজ গর্বে ভরে গেছে কারণ কলকাতার আরও একটি ক্লাব ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে অনুসরণ করবে। খেলোয়াড়, ম্যানেজার, কোচিং স্টাফ এবং এই সাফল্যের গল্পের সাথে জড়িত প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন!'
Scripting history, Mohammedan Sporting Club clinched the I-League title today with a 2-1 win against Shillong Lajjong.
My heart swells with pride today as yet another Kolkata club will follow East Bengal and Mohun Bagan in competing at the highest level of Indian football.
A…
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2024