Mohammedan SC vs Odisha FC, ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নিজেদের প্রথম মরসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তলানিতে কলকাতার দল। চলতি মরসুমে এখনও পর্যন্ত মাত্র একটি জয় ও দুটি ড্র করতে পেরেছে। আজ আইএসএল ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্টের আশায় ঘরের মাঠে নামবে মহামেডান এসসি। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়ে ৩-০ গোলে হেরে যায় মহামেডান এসসি। অন্যদিকে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়েছে ওড়িশা এফসি। দশ জনে নেমে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের শুরুতেই গোল করে লাল হলুদ ব্রিগেড। জেরি মাউইহমিংথাঙ্গা ওড়িশাকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে কয়েক মিনিট সময় নেন। ৮১ মিনিটে হুগো বৌমাসের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওড়িশা। এই মুহূর্তে আইএসএল টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। ওড়িশা ১২টি ম্যাচে পাঁচটি জয় পেয়েছে এবং চারবার ড্র করেছে। Mohun Bagan Goal Video: ফের জয়ের পথে মোহনবাগান, ৩-১ গোলে হার পঞ্জাবের; দেখুন গোলের ভিডিও
মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি
𝗧𝗵𝗲 𝗳𝗶𝗻𝗮𝗹 𝗼𝗻𝗲 𝗼𝗳 2️⃣0️⃣2️⃣4️⃣ 👊
🕖 7.30 PM
🏟 Kishore Bharati Krirangan
📺 JioCinema, Sports18 & Star Sports-3#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #ISL #MSCOFC pic.twitter.com/IBXT3uymtF
— Odisha FC (@OdishaFC) December 27, 2024
মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২৭ ডিসেম্বর কলকাতায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে পঞ্জাব এফসি বনাম মহামেডান এসসি বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মহামেডান এসসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।