ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ১১ আগস্ট ডুরান্ড কাপের ৯ নম্বর দিনে মাঠে নামবে মহামেডান এসসি এবং ভারতীয় নৌবাহিনী। কলকাতায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। ২০২৩ সালে কলকাতা ফুটবল লীগে মহামেডান এসসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের পর একটি উল্লেখযোগ্য জয় অর্জন করে। ওয়াডুর দল এফসিআই-এর বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে এবং ৩-১ গোলে জয় তুলে নেয়। অন্যদিকে, মুম্বই ফুটবল লিগে অংশ নেওয়া ভারতীয় নৌবাহিনী তাদের মরসুমের প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। Ishan Pandita in Kerala Blasters, ISL 2023: ইস্টবেঙ্গলে নয় কেরল ব্লাস্টার্সে এলেন ভারতীয় ফরোয়ার্ড স্ট্রাইকার ইশান পণ্ডিত
🚨𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘 🚨
With heads held high, our #BlackAndWhiteBrigade is all set to face Indian Navy in their second #DurandCup2023 challenge! 💪
📲 Don't forget to tune in at 𝐒𝐨𝐧𝐲 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝟐 for the live telecast of the match! 📺#JaanJaanMohammedan #IndianFootball pic.twitter.com/GldmGWpFEE
— Mohammedan SC (@MohammedanSC) August 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনী, ডুরান্ড কাপের ম্যাচ?
১১ আগস্ট কলকাতায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে মহামেডান এসসি ও ভারতীয় নৌবাহিনী।
কখন থেকে শুরু হবে মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনী, ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনীর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনী, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি টিভিতে মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনী, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মহামেডান এসসি বনাম ভারতীয় নৌবাহিনী, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।