অ্যানফিল্ডে (Anfield) ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে চেলসির (Chelsea) মুখোমুখি হয় লিভারপুল (Liverpool)। দুই দলই এবারের আসরে আশানুরূপ ফল করতে পারেনি। ১৮টি ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে চেলসি সমান সংখ্যক ম্যাচ জিতলেও একটি ম্যাচ বেশি খেলেছে। প্রিমিয়ার লিগে গত ১৫ ম্যাচে লিভারপুল ৬টি জয় পেয়েছে। সাতটি ম্যাচ ড্র হলেও মাত্র দুটিতে হেরেছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম চেলসির ম্যাচটি অনুষ্ঠিত হবে ।
কবে, কোথায় আয়োজিত হবে লিভারপুল বনাম চেলসি?
২১ জানুয়ারি, লিভারপুলের অ্যানফিল্ডে (Anfield, Liverpool) চেলসির মুখোমুখি হবে লিভারপুল।
কখন থেকে শুরু হবে লিভারপুল বনাম চেলসি?
প্রিমিয়ার লিগের লিভারপুল বনাম চেলসি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায় ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।
A crucial 3️⃣ points are on line for both @LFC and @ChelseaFC! #TheReds or #TheBlues - who’ll change their fortune?
Tune in at 6 PM, on? Star Sports Select 1, Star Sports Select 1 HD and Disney+Hotstar. pic.twitter.com/MoqSSTJmTk
— Star Sports Football (@StarFootball) January 21, 2023