Lionel Messi Left Barcelona: ১৭ বছরের জোড় ভাঙল, বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি
লিওনেল মেসি (Photo Credits: @FCBarcelona)

১৩ বছর বয়সে যে জার্নিটা শুরু করেছিলেন  আচমকাই যেন তাঁর ইতি টেনে দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)৷ ১৭ বছরের জোড় ভাঙল৷ বার্সেলোনা ছাড়লেন তিনি৷ বিগত ১৭ মরশুমে বার্সেলোনার হয়ে ৩৫টি খেতাব জিতেছেন মেসি। তিনি চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে বার্সাকে অনেকটাই সাহায্য করেছেন। এছাড়া ক্লাবের হয়ে খেলে ১০বার স্প্যানিশ লিগ জয়, সাতবার কোপা ডেল রে এবং আটবার স্প্যানিশ সুপার কাপ জেতার কৃতিত্ব রয়েছে মেসির। ২০১৪-১৫ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সা। মেসি বারবার বলেছেন, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন বাদ দিলে চ্যাম্পিয়ন্স লিগই তাঁর কাছে সবথেকে বড় স্বপ্ন। ফলে সেই যন্ত্রণাও কুরে কুরে খাচ্ছে মেসিকে। আরও পড়ুন-Ravi Dahiya: ৪ কোটি, সরকারি চাকরি, হাফ দামে জমি; রবি কুমার দহিয়াকে বড় উপহার হরিয়ানা সরকারের

শেষমেশ স্প্যানিশ লিগের নিয়মকে মূল লক্ষ্য রেখে বার্সা ছাড়লেন মেসি৷ তবে এমন গগন বিদারী খবরে অনেকেই প্রথমটায় বিশ্বাস করেননি৷ আজ হঠাৎ নিয়ম কী করে মাথা তুলল, তানিয়েও উঠেছে প্রশ্ন৷ নিয়ম তো হঠাৎ আনা হয়নি। নতুন চুক্তি নিয়ে মেসির সঙ্গে বার্সার যখন কথাবার্তা শুরু হয়েছিল, তার আগে থেকেই এই নিয়ম ছিল। দেনার দায়ে নাকি বিকিয়ে আছে বার্সেলোনা৷ মেসি অর্ধেক পারিশ্রমিকে ক্লাবে খেলতে চাইলেও বার্সার পক্ষে তা দেওয়া সম্ভ নয়৷ এটাই যদি সত্যি হবে তাহলে ৯৬ লক্ষ ডলার খরচ করে রিয়েল বেটিসের এমার্সনকে নিত না। মেমফিস ডিপে এবং সের্জিয়ো আগুয়েরোকে নিতেও খরচ করা হয়েছে বিরাট অ্যামাউন্টের টাকা৷ তাই দেনা বা টাকা যে মেসি বার্সা বিচ্ছেদের নেপথ্য কারণ নয় তা একেবারেই স্পষ্ট৷

উল্লেখ্য, মেসি অনেক দিন থেকেই নানা ভাবে বার্সায় আর না খেলার ইচ্ছে প্রকাশ করে আসছিলেন। গত মরশুমে তাঁর সঙ্গে ক্লাবের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। বার্সেলোনা ছাড়া একরকম পাকাই হয়ে গিয়েছিল। জাভি, ইনিয়েস্তারা পাশ থেকে সরে যাওয়ার পর পছন্দের দল পাচ্ছিলেন না মেসি। কয়েক মাস আগেও মেসির থেকে যাওয়া নিয়ে বার্সাতে যে উৎসব শুরু হয়েছিল তা হঠাৎই কীকরে উবে গেল এই প্রশ্নে উত্তর খুঁজতে গেলে যেতে হবে অনেক গভীরে৷