অনন্য সম্মানে ভূষিত হলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি। এই শহর ভালোবাসায় আলিঙ্গন করে বিশেষ উপহারে রাঙাল ফুটবলের মহানায়ককে।লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হল মায়ামি শহরের চাবি। মায়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা জানানো হয় অসংখ্য রেকর্ডের নায়ক কিংবদন্তি মেসিকে।মেসির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান শহরের মেয়র ফান্সিস সুয়ারেস।তিনি বলেন-“আমাদের এই মহান শহর, এই দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন তাঁর জন্য আপনাকে ধন্যবাদ। তাই এই চাবি আপনাকে দেওয়ার ইচ্ছে ছিল আমার। সেই ইচ্ছা পূর্ণ হল আমার।”
লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হল মায়ামি শহরের চাবি
Muy agradecido por el reconocimiento de la ciudad de Miami, un lugar que es muy especial para mi familia y para mí. Desde el primer día la gente nos hizo sentir increíble, como hoy otra vez en el America Business Forum, con todo el cariño y el apoyo de los vecinos de esta ciudad… pic.twitter.com/LauWNeEZwc
— Leo Messi (@leomessisite) November 6, 2025
ইন্টার মায়ামির সত্বাধিকারীদের একজন হোর্হে মাস বলেন,“আমাদের ইন্টার মায়ামির অধিনায়কের জন্য আমার কিছু বলার ছিল। এই শহরের পক্ষ থেকে এটি ছোট্ট এক উপহার, যেখানে মিশে আছে আমাদের হৃদয়।”