Lionel Messi with FIFA WC 2022 Trophy (Photo Credit: Leo Messi/ Instagram)

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল (2022 FIFA World Cup Final) জিতেছিলেন মেসি। এই জয়ের অর্থ এটাও ছিল যে, আর্জেন্টিনার এই প্রতিভাবান খেলোয়াড় এখন তার দেশের হয়ে প্রতিটি টুর্নামেন্টেই জিতেছেন। সাতটি ব্যালন ডি'অর (Ballon d'Or), চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ( UEFA Champions League), একটি কোপা আমেরিকা (Copa America) এবং একটি ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) ট্রফি নিয়ে মেসি 'ফুটবল সম্পন্ন' করেছেন। গত বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। যদিও মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনও নির্দিষ্ট সময়সীমা জানাননি, কিন্তু তিনি এখন স্বীকার করে নিয়েছেন যে, "এখন আর কিছু বাকি নেই"। মারাদোনার হাত থেকে বিশ্বকাপ ট্রফিটা নিতে চেয়েছিলেন মেসি, দিয়েগো না থাকার আক্ষেপ লিওর

ঐতিহাসিক ট্রফি জেতার এক মাস পর ফাইনালের কথা বলার পাশাপাশি অবসরের ইঙ্গিতও দিলেন মেসি। বুয়েনস আইরেসের আর্বানাপ্লেকে (UrbanaPlay) মেসি বলেন, 'অবশেষে আমার কেরিয়ারের শেষ দিকে এসে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কী, একটা ক্লোজিং সাইকেল। অবশেষে জাতীয় দলের সঙ্গে সব অর্জন করেছি। বিশ্বকাপ এমন একটা বিষয়, যেটা আমি সব সময় স্বপ্নে দেখতাম। ক্যারিয়ারে এখন সব অর্জন করেছি। এটা ছিল অনন্যভাবে আমার কেরিয়ার শেষ। এমন ঘটনা যে আমার সঙ্গে ঘটবে, তা স্বপ্নেও ভাবিনি'।

তিনি আরও যোগ করেন,'আমার কোনো অভিযোগ নেই এবং আমি এর বেশি কিছু চাইতে পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছি এবং এখন বিশ্বকাপ, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই।'