ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি (Manchester City) বর্তমানে সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যানচেস্টার সিটির গোল করার দক্ষতা তাদের জন্য প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান অর্জনে যথেষ্ট নয়। বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার (Pep Guardiola) দল। আগামী ২৯ ডিসেম্বর লিডস ইউনাইটেডের (Leeds United) বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি। লিডস ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচটি এলল্যান্ড রোডে (Elland Road)। ব্রেন্টফোর্ডের কাছে ১-২ গোলে হারের পর মাঠে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে হার মানতে হয়েছে লিডস ইউনাইটেডকেও। ফিফা বিশ্বকাপ বিরতির আগে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে টটেনহ্যামের (Tottenham) কাছে ৪-৩ গোলে হেরেছে জেসি মার্সের (Jesse Marsch) দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড।
? ??? ????????? ??? ???? ?
We return to @premierleague action tonight at Elland Road! ?#ManCity pic.twitter.com/GBmR3VnY2E
— Manchester City (@ManCity) December 28, 2022
কবে, কোথায় আয়োজিত হবে লিডস ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি?
২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এল্যান্ড রোডে (Elland Road) লিডস ইউনাইটেডর (Leeds United) মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি (Manchester City)।
কখন থেকে শুরু হবে লিডস ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি?
প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১ঃ৩০টায় (২৯ ডিসেম্বর) ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।