লা লিগা জায়ান্টদের সঙ্গে টানাপোড়েনের পর অবশেষে সোমবার রিয়াল মাদ্রিদে (Real Madrid) নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপে যুগের শেষ ম্যাচ খেলতে নেমে গত সপ্তাহে রেকর্ড ১৫তম বারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ হেভিওয়েট রিয়াল মাদ্রিদ। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বুন্দেসলিগার জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরার দুই দিন পর ফ্রি ট্রান্সফারে এমবাপেকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের অধিনায়ক লস ব্লাঙ্কোসদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। এক বিবৃতিতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা এক বিবৃতিতে বলেন, 'রিয়াল মাদ্রিদ ফুটবল ফেডারেশন ও কিলিয়ান এমবাপে আগামী পাঁচ মরসুমের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় থাকার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছেন।' Real Madrid Wins Champions League: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ
⚪️🇫🇷 Kylian Mbappé and Real Madrid, 2029.
OFFICIAL. 📍 pic.twitter.com/ueHE10v4yH
— Fabrizio Romano (@FabrizioRomano) June 3, 2024
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ১০ মে পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। এখন জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। গত ৩০ জুন পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। জার্মানিতে অনুষ্ঠিতব্য উয়েফা ইউরো ২০২৪-এর জন্য ফরাসি অধিনায়ক লেস ব্লিউস দলে যোগ দেওয়ার আগে এমবাপেকে উন্মোচন করবে রিয়াল মাদ্রিদ। গত মরসুমে পিএসজির হয়ে সাত বছরের মেয়াদ শেষ করেন এমবাপে। ২০১৮ ফিফা বিশ্বকাপজয়ী এই ফুটবলার জিতেছেন ছয়টি লিগ ওয়ান শিরোপা ও চারটি ফ্রেঞ্চ কাপ। ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর পিএসজির সঙ্গে বিচ্ছেদ ঘটান এমবাপে। লিগ ওয়ান জায়ান্টদের হয়ে ২৫৬টি গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড।
#WelcomeMbappé pic.twitter.com/kAhxdEjnLA
— Real Madrid C.F. (@realmadrid) June 3, 2024
২০১২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এমবাপের ব্যাপারে খোঁজখবর নেয় মাদ্রিদ। ফরাসি ফুটবল ফেডারেশনের একাডেমিতে থাকার সময় এমবাপেকে এক সপ্তাহের জন্য মাদ্রিদে আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্লাবের ট্রেনিং ভেন্যুতে তার আইডল জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা হয় ছোট্ট কিলিয়ানের। রিয়াল মাদ্রিদে যোগ দিতে এক দশকেরও বেশি সময় লেগেছে ফরাসি অধিনায়কের। ২০২১ সালে এমবাপের জন্য ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল লস ব্লাঙ্কোসরা, যা ২০২১ সালে প্রত্যাখ্যান করেছিল পিএসজি।
🚨⚪️ Kylian Mbappé official statement.
“A dream come true. So happy and proud to join the club of my dream Real Madrid.
Nobody can understand how excited I am right now”.
Can’t wait to see you, Madridistas, and thanks for your unbelievable support”.
“¡Hala Madrid!”. 🤍🤍🤍 pic.twitter.com/9BN5gJkp8C
— Fabrizio Romano (@FabrizioRomano) June 3, 2024