কাতার বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা। চলতি বছর ব্যালন ডি'অর জয়ী ফ্রান্সের মহাতারকা ফুটবলার করিম বেঞ্জেমা চোট পেয়ে ছিটকে গেলেন। বিশ্বকাপের দলের অনুশীলনে বাঁ পায়ের থাইয়ে চোট পেয়ে ছিটকে গেলেন স্বপ্নের ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা ফুটবলার। কাতারে বেঞ্জেমার না খেলাটা শুধু ফ্রান্সের কাছে বড় ধাক্কা নয়, বিশ্বকাপের কাছেও বড় ক্ষতির। মেসি, রোনাল্ডো, নেইমারদের মত বেঞ্জিমাও ছিলেন সবচেয়ে বড় তারকা। বেঞ্জিমা না থাকায় গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স বড় বিপদে পড়ে গেল। ক দিন আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন সেনেগালের মহাতারকা ফুটবলার সাদিও মানে। বেঞ্জেমা নেই, মানে নেই, কাতার বিশ্বকাপ কেমন যেন শুরুর আগে কিছুটা হলেও বর্ণহীন হল।
কন্তে, পোগবা সহ এমনিতেই বেশ কয়েকজন ফরাসি তারকা চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এবার একেবারে খোদ মহাতারকাই ছিটকে গেলেন। নিজেদের দেশে ১৯৯৮ বিশ্বকাপে জেতার পর ২০২২ এশিয়ায় আয়োজিত বিশ্বকাপে নেমে তখন ফুটবল বিশ্বে একেবারে অজানা সেনেগালের মত দেশের কাছে হেরে গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছিল জিদানের ফ্রান্স।
দেখুন টুইট
Karim Benzema 🇫🇷 is OUT of the World Cup 💔 pic.twitter.com/PQV1MXpRas
— FIFA World Cup 2022 (@2022_QatarWC) November 19, 2022
২০ বছর পর কাতারে তেমন কিছু হবে না তো ফরাসিদের সঙ্গে? তবে কন্তে, বেঞ্জিমাদের মত তারকারা ছিটকে গেলেও ফরাসি স্কোয়াড বেশ শক্তিশালী। কাতার বিশ্বকাপে ফ্রান্সের গ্রপে আছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনেশিয়া। ফ্রান্সের প্রথম ম্যাচ বুধবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।