মুম্বই সিটি এফস -র বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর, জামশেদপুর এফসি (Jamshedpur FC) আজ রবিবার ১১ ফেব্রুয়ারি জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) আতিথ্য দিতে চলেছে। জামশেদপুর বর্তমানে আইএসএলের অন্যতম ফর্মে থাকা দল, ডিসেম্বরে স্কট কুপারের বিদায়ের পরে খালিদ জামিলের আগমন দলে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে হচ্ছে। সুপার কাপের তারা চারটি গেমের মধ্যে তিনটিতে জিতে রেড মাইনাররা লিগে সেই গতি বজায় রেখে একটি ড্র এবং একটি জয় নিশ্চিত করেছে। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আজ জিতলে জামশেদপুর তাদের প্রতিপক্ষকে টপকে প্লে অফে জায়গা করে নিতে পারে। অন্যদিকে, জানুয়ারির খারাপ পারফরম্যান্সের পর বেঙ্গালুরু এফসি ঘুরে দাঁড়িয়ে দক্ষিণের প্রতিদ্বন্দ্বী চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জয় নিশ্চিত করে। বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। Riyadh Season Cup 2024 Trophy: সকলকে চমকে দিয়ে সৌদি আরবের কিংডম এরিনায় রিয়াদ সিজন কাপ উন্মোচন আন্ডারটেকাররের (দেখুন ভিডিও)
मुकाबला सुभानल्ला 😎 #JFCBFC #JamKeKhelo #ISL10 #ISLonJioCinema #ISLonSports18 #football #indianfootball pic.twitter.com/0gXop1bKbR— Jamshedpur FC (@JamshedpurFC) February 11, 2024
কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
১১ ফেব্রুয়ারি জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে (JRD Tata Complex Stadium) আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।