Mumbai City vs NorthEast United: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Mumbai City FC vs Kerala Blasters FC. (Photo Credits: Twitter@MumbaiCityFC)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ মুম্বাই সিটি এফসি মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (Mumbai City vs NorthEast United)। বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। টেবিল-টপার মুম্বই সিটি আইএসএলে তার সর্বশেষ ১২টি ম্যাচে অপরাজিত এবং দীর্ঘতম ভাবে অপরাজিত থাকার জন্য আইএসএল রেকর্ড ভেঙে ফেলার চেষ্টায় রয়েছে তারা। ২০১৫ সালে টানা ১৩টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে এফসি গোয়ার দখলে। মুম্বই সিটি এফসি সেই নভেম্বর মাসে কোনও দলের কাছে হেরেছে। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ খালিদ জামিলের অধীনে নর্থইস্ট ইউনাইটেড এফসি শেষ দুটি ম্যাচ জিতেছে। তাই এই ম্যাচ জিততে তারাও মরিয়া হয়ে নামবে।

মুম্বাই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অমরিন্দর সিং; আমে রানাওয়াদে, মোরতদা পতন, হার্নান সান্টানা, মন্দার রাও ডেসাই; আহমেদ জাহোঃ, রোলিন বোর্জেস; রায়নিয়ার ফার্নান্দেস, হুগো বোমোস, বিপিন সিং; বার্থলোমিউ ওগবেছে।

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: সুভাশিস রায় চৌধুরী; আশুতোষ মেহতা, মাশুর শরীফ, ডিলান ফক্স, গুরজিন্দর কুমার; খাসা কামারা, লালেংমাভিয়া; ভিপি সুহায়ার, ফেদারিকো গাল্লেগো, লুইস মাচাডো; দেশর্ন ব্রাউন।

পরিসংখ্যান: দুই দল এর আগে ১৩ বার মুখোমুখি হয়েছে। ৭ বার জিতেছে মুম্বাই। ৪ বার জিতেছে নর্থইস্ট ইউনাইডেট। দুটি ম্যাচ ড্র হয়েছে।