Kerala Blasters (Photo Credits: Twitter/ Kerala Blasters)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) ও কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। উভয় দলই তাদের সপ্তম আইএসএল মরশুম খেলছে। টুর্নামেন্টের ইতিহাসে জয়ের দিক দিয়ে কেরালা ব্লাস্টার্স ষষ্ঠ স্থানে রয়েছে। ১০৩ ম্যাচে তারা ২৯টিতে জয় পেয়েছে। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড রয়েছে সপ্তম স্থানে। ৯৯টি ম্যাচের মধ্যে তারা ২৮টি ম্যাচে জয় পেয়েছে। তবে ২০১৪ ও ২০১৬ সালে কেরালা ব্লাস্টার্স রানার-আপ হয়েছে। আর ২০১৮-১৯ মরশুমে সেমিফাইনালে যাওয়া আজ অবধি নর্থইস্ট ইউনাইটেডের সেরা পারফরম্যান্স। এই মরশুমে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ১-০ গোলে হেরেছে কেরালা। তাই আজ তারা বেশ চাপে থাকবে।

কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য একাদশ: অ্যালবিনো গোমেস, বাকারি কোনে, জেসেল অ্যালান কার্নেইরো, কোস্টা নহমাইনাইসু, প্রশান্ত করুঠাদথকুনি, নংডম্বা নওরেম, সাহাল আবদুল সামাদ, সার্জিও সিডনচা, ফ্যাসুন্দো পেরেইরা, ঋত্বিক কুমার দাস, গ্যারি হুপার।

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সম্ভাব্য় একাদশ: শুভাশিস রায়চৌধুরি, গুরুজিন্দর কুমার, আশুতোষ মেহতা, ডিলান ফক্স, বেনজমিন লাম্বোট, খাসা কামারা, লালরেমপুয়া ফানাই, লালেংমাভিয়া, খুমান্থেমে নবমইঙ্গনাবা মেতেই, লুইসী আপুইলিয়া ভইরা, বাবো মাখাদো।

পরিসংখ্যান: আইএসএলে এই দুই দল এর আগে ১২বার মুখোমুখি হয়েছে। নর্থইস্ট ইউনাইটেড এফসি ৩বার জিতেছে, কেরালা জিতেছে ৫বার। ৪টি ম্যাচ ড্র হয়েছে।