FC Goa vs SC East Bengal: আইএসএলে আজ এফসি গোয়ার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
SC East Bengal (Photo: Twitter)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (FC Goa vs SC East Bengal)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে লাল হলুদ শিবির মুম্বাই সিটি এফসির চাছে ১-০ গোলে হেরেছে। আর এই পরাজয়ের ফলে টানা সাত ম্যাচ অপরাজিত থাকা হয়নি। রবি ফওলারের ইস্ট বেঙ্গল লিগে এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি। এদিকে, এফসি গোয়া লিগের কয়েকটি ধারাবাহিক দলের মধ্যে একটি। লিগে তৃতীয় অবস্থানে রয়েছে তারা। আজকের ম্যাচ আরও এগিয়ে যেতে চাইবে। নিজেদের গত ম্যাচে তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।আইএসএল খেলায় কেরালা ব্লাস্টারদের সাথে ১-১ গোলে ড্র করেছিল।

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ: নবীন কুমার, আদিল খান, আলবার্তো নোগুয়েরা, আইবান দোহলিং, হোর্হে মেন্ডোজা, প্রিন্সটন রেবেলো, আলেকজান্ডার জেসুরাজ, সেরিটন ফার্নান্দেস, সেভিয়ার গামা, এদু বেদিয়া, দেবেন্দ্র মুরগাওকার।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: দেবজিৎ মজুমদার, নারায়ণ দাস, ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, অঙ্কিত মুখোপাধ্যায়, মিলন সিং, সুরচন্দ্র সিং, জ্যাক মাঘোমা, মট্টি স্টেইনম্যান, ব্রাইট এনোভাখারে, হারমনপ্রীত সিং।

পরিসংখ্যান: দুই দল এর আগে আইএসএলে একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচটি ড্র হয়েছে।