ATK Mohun Bagan (Photo Credits: Twitter/ATK Mohun Bagan)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ২৪ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (ATK Mohun Bagan vs Hyderabad FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদের দ্বিতীয় আইএসএল মরশুমম খেলছে। অন্যদিকে এটিকে মোহনবাগান তাদের প্রথম মরশুমে খেলছে। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে সবুজ মেরুন শিবির। জামশেদপুর এফসি-র কাছে তাদের ১-২ গোলে হারতে হয়েছে। অন্যদিকে হায়দরাবাদ এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে তারা জয় দিয়ে শুরু করে। যদিও জামশেদপুর এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করে।

হিরো আইএসএলের প্রথম তিন ম্যাচে পরপর জয় ছিনিয়ে নেওয়া এটিকে মোহনবাগান জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হেরে অল্প হলেও চাপে। যদিও সেই হারের পরে তাদের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলে দেন, “আমাদের একটা হারেই দুনিয়া শেষ হয়ে যাবে না। আমরা আবার জয়ে ফিরব”, কিন্তু দলের যে ফাঁক-ফোকরগুলো বেরিয়ে পড়েছে গত ম্যাচের পরে, সেগুলোয় ঢাকা দিতে না পারলে ফের বিপদে পড়তে হতে পারে সবুজ-মেরুন শিবিরকে। আরও পড়ুন: Diego Maradona Museum: ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনার স্মৃতিতে বিশ্বমানের যাদুঘর স্থাপনের পরিকল্পনা কেরালার ব্যবসায়ীর

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, সুভাশিস বোস, জাভিয়ের হার্নান্দেজ, কার্ল ম্যাকহাগ, জয়েশ রানে, রায় কৃষ্ণ, মনভীর সিং।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: লক্ষ্মীকান্ত কাট্টিমানি, আশীশ রাই, ওডেই ওনাইন্ডিয়া, চিংলেনসেনা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, মোহাম্মদ ইয়াসির, হালিচরণ নারজারি, আরিদান সান্টানা, লিস্টন কোলাকো।

পরিসংখ্যান: ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম সাক্ষাতে হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দুই দলের দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।