আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের দল গুছিয়ে নিতে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচ দুটিকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। তবে এই দলে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের, যিনি সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠেছেন।আনচেলত্তির ঘোষিত দলে বেশ কিছু চমক রয়েছে। প্রায় তিন বছর পর জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনহো। অন্যদিকে, প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবা। ব্রাজিলের স্থানীয় ক্লাব বাহিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলের এই দরজা খুলল জোবার। তিনি বাহিয়ার হয়ে ২৮ ম্যাচে ৫টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন।
এছাড়া বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে ফেরা তরুণ স্ট্রাইকার ভেতর রোকুও অনেকদিন পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন। দলের বাকি নিয়মিত মুখের প্রায় সবাই, যেমন— এডারসন, দানিলো, এদের মিলিতাও, মারকুইনহোস, কাসেমিরো, লুকাস পাকেতা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, ঘোষিত দলে রয়েছেন।
সবশেষ দুটি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস (সম্ভবত গ্যাব্রিয়েল জেসুস)।
নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা।
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর রোকু।