Intercontinental Cup Final 2023 (Photo Credit: Odisha FC/ Twitter)

আজ ২০১৮ সালের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননের মুখোমুখি হবে। ২০১৮ সালে মুম্বাইয়ে কেনিয়াকে ২-০ গোলে হারিয়ে উদ্বোধনী টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ভারত। তবে ২০১৯ সালে আহমেদাবাদে আগের সংস্করণে আয়োজকরা শেষ স্থানে ছিল। ভুবনেশ্বরে চার বছর পর প্রতিযোগিতায় ফিরে আসার ফলে ওড়িশার রাজধানীতে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে ভারত। অপরাজিত অভিযানের পর ইগর স্টিমাকের দল মঙ্গোলিয়া (২-০) ও ভানুয়াতু (১-০) এবং লেবাননের (০-০) সঙ্গে ড্র করে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্রুপ পর্ব শেষ করে ভারত। অন্যদিকে, লিগ পর্বে গোলশূন্য ড্রয়ের পর ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জে দিতে প্রস্তুত লেবানন। যদিও ভারত ম্যাচটিকে হালকাভাবে নেবে না এবং জয়ের মুকুট তুলবে আশা করা যায়।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল?

১৮ জুন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Odisha) ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন।

কখন থেকে শুরু হবে ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল?

ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে ভারত বনাম লেবাননের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল?

ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল?

ভারত বনাম লেবানন, ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।