India vs Afghanistan Football (Photo Credit: Indian Football/ X)

India vs Afghanistan, CAFA Nations Cup 2025 Live Streaming: ভারত জাতীয় ফুটবল দল আজ, ৪ সেপ্টেম্বর তাজিকিস্তানের হিসোরের সেন্ট্রাল স্টেডিয়ামে (Central Stadium, Hisor, Tajikistan) কাফা নেশনস কাপ ২০২৫ (CAFA Nations Cup 2025)-এ আফগানিস্তান জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে মুখোমুখি হতে প্রস্তুত। ভারত নক আউটে প্রবেশের লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে। ভারতকে পরের পর্বে জায়গা করতে হলে আজ আফগানিস্তানকে পরাজিত করতে হবে। নাহলে যদি তাজিকিস্তান ফেভারিট দল ইরানের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় এমনকি ড্রও করে তাহলে ভারতের পরের পর্বে জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে, আফগানিস্তানেরও একটি জয় দরকার, একইসঙ্গে তাদের নির্ভর করতে হবে তাজিকিস্তান বনাম ইরানের ম্যাচে ওপর। তারা এখনও পর্যন্ত তাদের দুটি ম্যাচ হেরেছে এবং গত বছরের নভেম্বর থেকে ছয় ম্যাচের জয়হীন ধারায় রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইবে খালিদ জামালের (Khalid Jamil) কোচিংয়ে খেলা নতুন ভারতীয় দল। India vs Bahrain, AFC U-23 Asian Cup Qualifiers: বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু ভারতের

ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫

কাফা নেশনস কাপ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫?

৪ সেপ্টেম্বর তাজিকিস্তানের হিসোরের সেন্ট্রাল স্টেডিয়ামে (Central Stadium, Hisor, Tajikistan) কাফা নেশনস কাপ ২০২৫-এ মুখোমুখি হবে ভারত বনাম আফগানিস্তান ফুটবল দল।

কখন থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫?

ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫

সরাসরি টিভিতে ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫ ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫

ভারত বনাম আফগানিস্তান, কাফা নেশনস কাপ ২০২৫ সরাসরি ভারতে দেখা যাবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।