Hyderabad FC vs Bengaluru FC (Photo Credit: Bengaluru FC/ X)

Hyderabad FC vs Bengaluru FC, ISL 2024-25:  ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ এর সংস্করণে হায়দরাবাদ এফসির পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আজ, ১৮ জানুয়ারি হায়দরাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে হবে ম্যাচটি। হায়দরাবাদ এফসি বর্তমানে ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। শনিবার টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখার আশা থাকবে তাদের। বেঙ্গালুরু এফসি হায়দরাবাদের বিরুদ্ধে জিতে লিগ লিডার মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চাইবে। হায়দরাবাদ এফসি তাদের আগের লিগের ম্যাচটি এফসি গোয়ার সাথে ১-১ গোলে ড্র করে। বেঙ্গালুরু এফসি তাদের শেষ ম্যাচে মহামেডান এসসির কাছে ০-১ গোলে হেরেছে। আইএসএলে ১০টি ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফসি। এই ম্যাচে, হায়দরাবাদ চারটি জয় নিশ্চিত করেছে এবং বেঙ্গালুরু দু'বার জিতেছে। বাকি চার ম্যাচ ড্র হয়েছে। Jamshedpur FC vs Mohun Bagan SG Video Highlights: ইজের গোলে মোহনবাগানের সঙ্গে ড্র করল জামশেদপুর এফসি, দেখুন ভিডিও হাইলাইটস

হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি

হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

১৮ জানুয়ারি হায়দরাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে (Gachibowli Stadium, Hyderabad) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।