মোদি ও মারাদোনা (Photo Credits: Facebook | Wikimedia Commons)

নতুন দিল্লি, ২৬ নভেম্বর: “দিয়েগো মারাদোনা ফুটবলের মায়েস্ত্রো ছিলেন। যিনি বিশ্বের জনসংখ্যাকে আনন্দ দিয়েছেন। নিজের কেরিয়ারে ফুটবলের মাঠে সেরা খেলার মুহূর্ত আমাদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অকালপ্রয়াণ আমাদের সবাইকে মর্মাহত করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।” বুধবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ নিজের শহর বুয়েনস আইরেসের এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্ত্যলোক ছাড়লেন ফুটবলের রাজপুত্র দিয়েমো মারাদোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। কিংবদন্তী ফুটবলারের চলে যাওয়াতে বিশ্বজুড়ে মানুষ শূন্যতা অনুভব করছে। ভারতের ক্রিকেট মহল, বলিউড সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার জুড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নাম। টুইট বার্তায় মারাদোনাকে বললেন, ফুটবলের মায়েস্ত্রো।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মারাদোনার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। মারাদোনাকে য়াদুকর বলেছেন রাহুল। ফুটবল যে সুন্দর একটা খেলা তা মারাদোনাই আমাদের শিখিয়েছেন। খেলাধূলার প্রতি বিশেষ অনুরক্ত শাহরুখ খান মারাদোনার প্রয়াণে কলম ধরেছেন। ফুটবলের কিংবদন্তির একটি ছবি ইনট্রাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, “দিয়েগো মারাদোনা...তুমি ফুটবলকে আরও সুন্দর বানিয়েছো। তোমাকে সবাই খুব মিস করব। এই পৃথিবীকে তুমি যে ভাবে আনন্দ দিয়েছো, হয়তো স্বর্গে গিয়েও সেই কাজ করবে।” করিশ্মা কাপুর মারাদোনার সঙ্গে তাঁর দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, রেস্ট ইন পাওয়ার। আরও পড়ুন-US Coronavirus Daily Death: গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনার বলি ২ হাজারেরও বেশি, থ্যাঙ্কস গিভিংয়ে লাখো আমেরিকানের মৃত্যুর আশঙ্কা

মারাদোনার প্রয়াণে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। বুয়েনস আইরেসে ৬০ বছর আগে জন্ম। শৈশবের দারিদ্রের অভিশাপ কাটিয়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। তিনি চলে গেলেও থেকে যাবে সেই অনন্তকালের তর্ক- কে বড় ফুটবলার? পেলে না মারাদোনা? বিরলতম প্রতিভা, সদা বিতর্কিত। ফুটবল আকাশে এমন চরিত্রের উদয় খুব কমই দেখা গিয়েছে।মারাদোনা তো শুধু একজন বিশ্ববন্দিত ফুটবলার নন, তিনি এক উদ্দাম জীবন। যার বাঁকে বাঁকে বিতর্ক, তাকে টপকে কেবল ফুটবলেই যাপন।