ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ১৩ আগস্ট ডুরান্ড কাপের ১১ নম্বর দিনে মাঠে নামবে গোকুলাম কেরালা এবং কেরালা ব্লাস্টার্স। কেরল ব্লাস্টার্স শেষবার ইন্ডিয়ান সুপার লিগে নকআউটে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বিতর্কিত ওয়াকআউটের পর গ্রুপ 'সি'র এই ম্যাচে নতুন অধ্যায়ের সূচনা করবে। কোচ ইভান ভুকোয়ামানোভিচের অধীনে প্রথম বারের মতো তারা আইএসএল নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, ডুরান্ড কাপ ২০১৯-এর চ্যাম্পিয়ন গোকুলাম কেরল প্রথম ম্যাচে ভারতীয় বায়ুসেনা ফুটবল দলের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে। সিনিয়র ফুটবলে জাতীয় পর্যায়ে এই দুই দল কখনও মুখোমুখি হয়নি এবং এই খেলা রাজ্যের সেরা দল হিসাবে আধিপত্য অর্জন করার জন্য উভয় পক্ষের জন্য একটি সুযোগ তৈরি করবে। FIFA Women's World Cup 2023, Semi-Final: ফিফা মহিলা বিশ্বকাপের শেষ চারে কারা? জানুন ম্যাচের সম্পূর্ণ সূচি
We begin our #DurandCup campaign against Gokulam Kerala FC today! 🤜🤛#KBFCGKFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/mLNqh21buW
— Kerala Blasters FC (@KeralaBlasters) August 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্স, ডুরান্ড কাপের ম্যাচ?
১৩ আগস্ট কলকাতার মোহনবাগান মাঠে (Mohun Bagan Ground, Kolkata) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে গোকুলাম কেরালা ও কেরালা ব্লাস্টার্স।
কখন থেকে শুরু হবে গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্স, ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্স, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি টিভিতে গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্স, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন গোকুলাম কেরালা বনাম কেরালা ব্লাস্টার্স, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।